Russia-Ukraine War Live Updates: মারিউপোলে অস্ত্র সমর্পণের প্রস্তাব প্রত্যাখান ইউক্রেনের
Russia-Ukraine War Live: চোখ রাখুন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের আপডেটে...
LIVE
Background
কিভ : ইউক্রেনের (Ukraine) রাজধানী কিভের দিকে এগোচ্ছে রাশিয়া (Russia)। কিভের (Kyiv) শহরতলিতে একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের ২০০ জন বাসিন্দাকে বন্দি করে ফেলে রুশ সেনা। তাদের কবল থেকে কোনওরকম পালাতে পেরেছেন সাতজন।
মারিউপোলের একটি স্কুলে বহু মহিলা ও শিশু সহ ৪০০ জন আশ্রয় নেন। সেখানেই আজ বোমাবর্ষণ করেছে রাশিয়া। এমনই অভিযোগ ইউক্রেন সরকারের। তাদের আরও অভিযোগ, বেশ কয়েকজনকে জোর করে রাশিয়ায় ধরে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র (Missile) হামলার পর ধ্বংসস্তূপে পরিণত হওয়া মারিউপোলের থিয়েটার ভবনে হাজারের বেশি মানুষ আটকে পড়েছেন। তাঁদের বের করার জন্য উদ্ধারকাজ চলছে। মারিউপোলের রাস্তায় রাস্তায় চলছে ইউক্রেন বাহিনীর সঙ্গে রাশিয়ার সেনার লড়াই। সংঘর্ষের জন্য উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে।
রুশ হামলায় ১১৫ জন শিশুর মৃত্যু, দাবি ইউক্রেনের। গুরুতর আহত আরও ১৪০ জন শিশু। রুশ হামলায় কার্যত ধ্বংসস্তূপ ইউক্রেন। কিভ, খারকিভে লাগাতার গোলাবর্ষণ রাশিয়ার। শুধু কিভেই এখনও পর্যন্ত ২২৮ জনের মৃত্যু।
ইউক্রেনের ১০ লক্ষ মানুষ গৃহহীন, উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ। রুশ বাহিনীকে রুখতে রেল সেতু ওড়াল ইউক্রেনীয় সেনা। রাশিয়ার লক্ষ্য ইউক্রেনের অস্ত্রভাণ্ডার, যা ধ্বংস করতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার করা হচ্ছে। এই প্রথম ইউক্রেনে ‘কিনঝল’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার রাশিয়ার।
ইউক্রেনের মারিউপোলে রাশিয়ার হামলায় ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে। অবরুদ্ধ লক্ষাধিক নাগরিক। এরই মধ্যে রাশিয়ার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তুলেছে ইউক্রেন। ভলোদিমির জেলেনস্কি সরকারের অভিযোগ, মারিউপোলের বাসিন্দাদের একাংশকে পুতিনের সেনা জোর করে রাশিয়ার ভিতরে অজ্ঞাত জায়গায় নিয়ে গেছে। সেখানে তাঁদের চরম দুর্দশার মধ্যে বন্দি করে রাখা হয়েছে বলে অভিযোগ। যদিও তা অস্বীকার করেছে রাশিয়া। মস্কোর দাবি, মারিউপোলের বাসিন্দারা স্বেচ্ছায় শহর ছেড়ে চলে যাচ্ছেন।
Russia-Ukraine Live: রাশিয়ার কাছে কোনওভাবেই আত্মসমর্পণ নয়, ঘোষণা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির
রাশিয়ার কাছে কোনওভাবেই আত্মসমর্পণ নয়, ঘোষণা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। কিভ, মারিউপোল ও খারকিভে রুশ সেনার সামনে মাথা নত করা হবে না বলেও জানালেন তিনি।
Russia vs Ukraine War Live: এখনও পর্যন্ত মারিউপোলেই অন্তত আড়াই হাজার মানুষের মৃত্যু
যুদ্ধের ২৬তম দিনেও কিভ, মারিউপোলে লাগাতার রুশ হামলা। লাগাতার রুশ হামলার মুখে কার্যত মৃত্যুপুরী মারিউপোল। মারিউপোল অবরুদ্ধ করার চেষ্টায় রাশিয়া, লাগাতার হামলা। রুশ হামলার মুখে মারিউপোল ছেড়ে পালাচ্ছেন ইউক্রেনীয়রা।
এখনও পর্যন্ত মারিউপোলেই অন্তত আড়াই হাজার মানুষের মৃত্যু।
Russia-Ukraine War Live: ইউক্রেন পরিস্থিতি নিয়ে রাশিয়ার সঙ্গে কথাবার্তা শুরু জাপানের
ইউক্রেন পরিস্থিতি নিয়ে রাশিয়ার সঙ্গে কথাবার্তা শুরু জাপানের। আলোচনার ফল কী, তা নিয়ে অবশ্য এখনও কোনও আভাস পাওয়া যায়নি।
Russia-Ukraine War Live: মারিউপোলে অস্ত্র সমর্পণের প্রস্তাব প্রত্যাখান করল ইউক্রেন
মারিউপোলে অস্ত্র সমর্পণের প্রস্তাব দিয়েছিল রাশিয়া। রুশ প্রশাসনের সেই প্রস্তাব প্রত্যাখান করল ইউক্রেন।
Russia-Ukraine War Live: অন্য কোনও দেশে বিজ্ঞান সম্মেলনে যোগ দেওয়া যাবে না, নয়া নির্দেশিকা
এ বছর অন্য কোনও দেশে বিজ্ঞান সম্মেলনে যোগ দেওয়া যাবে না, রাশিয়ার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে এই মর্মে নির্দেশিকা দিল রুশ সরকার।