Russia-Ukraine War LIVE Updates, March 24 : রাসায়নিক অস্ত্র ব্য়বহার নিয়ে রাশিয়াকে হুঁশিয়ারি আমেরিকার
Russia-Ukraine War LIVE Updates : যুদ্ধের প্রতি মুহূর্তের খবরের আপডেটে চোখ রাখুন...

Background
কিভ : কিভ, খারকিভ, খেরসন, মারিউপোল - ইউক্রেনে (Ukraine) অবাধ ধ্বংসলীলা চালাচ্ছে রাশিয়া (Russia)। ২৮ দিনের যুদ্ধে ১ কোটি মানুষ গৃহহীন (Homeless)। লক্ষাধিক শরণার্থী আশ্রয় নিয়েছেন হাঙ্গেরিতে। তাঁদের যন্ত্রণার দিনলিপি ধরা পড়েছে এবিপি আনন্দর (ABP Ananda) ক্যামেরায়। এদিকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পদক্ষেপে বার-বার আঙুল তুলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মস্কোর ওপরে বিধিনিষেধ আরোপ করেছে আমেরিকা ছাড়াও বেশ কয়েকটি দেশ। এবার তারই পাল্টা দিল রাশিয়া। আমেরিকার কূটনীতিকদের বহিষ্কার করল মস্কো।
বন্ধু নয় এমন দেশগুলি থেকে গ্যাস সরবরাহের জন্য কেবল রুবেল গ্রহণ করবে বলেছে রাশিয়া। বুধবার এই বার্তা দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার তারই পাল্টা বিবৃতি দিল জার্মানি। রুবেলে গ্যাসের মূল্য পরিশোধ চুক্তি লঙ্ঘনের সমান বলে জানিয়েছে জার্মানি । ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জেরে ফের ক্রীড়াজগতেও নিষিদ্ধ করা হয়েছে পুতিনের দেশকে। এবার রাশিয়ান ও বেলারুশিয়ানদের বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ থেকে বাদ দিল ফেডারেশন।
ফরাসি পার্লামেন্টে ভিডিয়ো বার্তায় এবার গাড়ি প্রস্তুতকারক কোম্পানি রেনোঁকে রাশিয়া ছাড়ার ডাক দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। সঙ্গে রাশিয়া ছাড়তে আহ্বান করেছেন সুপারমার্কেট গ্রুপ আউচান ও ডিআইওয়াই রিটেইল লেরয় মার্লিন সহ আরও ফরাসি কোম্পানিগুলিকে।
এদিকে সমাধানসূত্র না মেলায় রাশিয়ার বিরুদ্ধে সংঘাতের সুর চড়াল ইউক্রেন। বুধবার ফরাসি পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় ফরাসি কোম্পানিগুলিকে রাশিয়া ছাড়ার আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি। ইউক্রেন যুদ্ধ ও মূল্যবৃদ্ধির জের সামলাতে এবার দেশের আর্থিক বৃদ্ধির সম্ভাবনা কম দেখাল ব্রিটেন। ৬ শতাংশের পরিবর্তে এই বৃদ্ধির পরিমাণ দেখানো হয়েছে ৩.৮ শতাংশ।
ইউক্রেনকে পারমাণবিক, রাসায়নিক হুমকির বিরুদ্ধে লড়তে সাহায্য করবে ন্যাটো -র মিত্র দেশগুলি। কিভকে 'অতিরিক্ত সমর্থন' করার আশ্বাস দিলেন ন্যাটো চিফ স্টলটেনবার্গ।
Russia Ukraine War Live: বাইডেনের হুমকি
বাইডেন জানিয়ে দিলেন যে, যদি রাশিয়া ইউক্রেনের ওপর ক্যামিকাল অস্ত্র প্রয়োগ করে তবে ন্যাটো পাল্টা প্রত্যাঘাত করবে।
Russia Ukraine War Live: মারিউপোল দখলে মরিয়া রাশিয়া
মারিউপোল দখলে মরিয়া রাশিয়া। লুহানস্কে রাতভর বোমাবর্ষণ। পাল্টা হামলায় প্রায় ১৫ হাজার রুশ সেনার মৃত্যুর দাবি ইউক্রেনের।






















