Russia-Ukraine Conflict Live Updates 9 March: মারিউপোল প্রসূতি হাসপাতালে রুশ হামলা, দাবি জেলেনস্কির
Russia-Ukraine War News: ফর্মুলা ওয়ান দল হাস বরখাস্ত করল রাশিয়ান চালক নিকিতা মাজেপিনকে।
LIVE
Background
কিভ: খারকিভের পর এবার ইউক্রেনের আরেক বড় শহর সুমিতে হামলার ধার বাড়িয়েছে রাশিয়া(Russia-Ukraine War)। চারদিকে শুধুই হামলার ছবি। গতকাল যুদ্ধের ১৩তম দিনে সুমিতে রাশিয়ার বিমান হামলায় ২১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। এর মধ্যেই ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের সুমি শহর থেকে ৬৯৪ ভারতীয় পড়ুয়াকেই (Indian Student) উদ্ধার (Rescue) করা হয়েছে।
এদিকে ইউক্রেনের বিদেশমন্ত্রীর দাবি, মারিউপোল শহরে প্রায় ৩ লক্ষ মানুষকে বন্দি করে রেখেছে রাশিয়া। মৃত্যু হয়েছে এক শিশুর।এর মধ্যেই প্রকাশ্যে এসেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একটি ভিডিও।ইতিমধ্যেই তাঁকে ৩ বার খুনের চেষ্টা হয়েছে বলে দাবি পশ্চিমের একাধিক সংবাদমাধ্যমের।আর প্রাণনাশের এই আশঙ্কার মধ্যেই রাশিয়াকে রীতিমতো চ্যালেঞ্চ ছুঁড়ে দিয়ে ইউক্রেনের ৪৪ বছর বয়সী প্রেসিডেন্ট তাঁর আস্তানার ঠিকানা প্রকাশ্যে ঘোষণা করেছেন।অর্থাৎ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনের প্রেসিডেন্ট বোঝাতে চেয়েছেন, তিনি ভীত নন।
এদিকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তৃতীয় দফার বৈঠকও নিস্ফলা হওয়ার পর বুধবার বৈঠকে বসবেন রাশিয়া ও ইউক্রেনের বিদেশমন্ত্রী। রাশিয়ার সামনে ভ্লাদিমির পুতিন ও ভলোদিমির জেলেনস্কির বৈঠকের প্রস্তাব দেবেন বলে জানিয়েছেন ইউক্রেনের বিদেশমন্ত্রী। তবে বৈঠকের মধ্যেই দিনে দিনে হামলার তেজ আরও বাড়াচ্ছে রাশিয়া।জলা জমির উপর অস্থায়ী সেতু তৈরি করে রুশ বাহিনীর কিভের দিকে এগিয়ে আসার ছবি সামনে এসেছে।
প্রকাশ্যে এসেছে ইউক্রেনের বিভিন্ন শহরে, রুশ বাহিনী ড্রোনের মাধ্যমে নজরদারি করার ছবিও।
ইউক্রেনের ইর্পিন শহরে রুশ হামলার ছবি সামনে এসেছে। স্থানীয় বাসিন্দারা যখন এলাকায় খালি করছিলেন তখনই মর্টার হামলা চালায় রাশিয়া। ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। রুশ সেনা বাহিনীকে আটকাতে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে ইউক্রেনও। তাঁদের দাবি, যুদ্ধে সোমবার রাশিয়ার মেজর জেনারেল ভিতালি গেরাসিমভের মৃত্যু হয়েছে।এই নিয়ে যুদ্ধে রাশিয়ার দ্বিতীয় মেজর জেনারেলের মৃত্যু হল।
ইউক্রেনের দাবি, রুশ সেনার ৮০টি কপ্টার,৪৮টি যুদ্ধবিমান ,২৯০টি ট্যাঙ্ক করা হয়েছে।পাল্টা, এখনও পর্যন্ত ইউক্রেনের প্রায় আড়াই হাজার সামরিক পরিকাঠামোকে ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। মস্কোর দাবি, ইউক্রেন সেনার ৮৭টি পোস্ট ও যোগাযোগ কেন্দ্র,১২৪টি যুদ্ধবিমান,৭৯টি র্যাডার স্টেশন,৯১টি রকেট লঞ্চার ও ৬৩৪টি সাঁজোয়া গাড়ি ধ্বংস করা হয়েছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেই এবার, রাশিয়া থেকে তেল আমদানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
Russia-Ukraine Conflict Live: মারিউপোল প্রসূতি হাসপাতালে রুশ হামলা, দাবি জেলেনস্কির
মারিউপোল হাসপাতালে রাশিয়ার বিমান হামলায় ১৭ জন আহত হয়েছেন। কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে যুদ্ধের শুরু থেকে এই শহরে মোট ১ হাজার ২০৭ জন মারা গেছে।
Russia-Ukraine War Live Updates: মারিউপোল শিশু হাসপাতাল ধ্বংস রুশ বাহিনীর
ইউক্রেনের মারিউপোল শহরের একটি শিশু হাসপাতাল রাশিয়ার বিমান হামলায় ধ্বংস হয়ে গেছে। বুধবার একটি অনলাইন পোস্টে সিটি কাউন্সিল জানিয়েছে।
Russia-Ukraine Conflict Live: মারিউপোল প্রসূতি হাসপাতালে রুশ হামলা, দাবি জেলেনস্কির
'মারিউপোলের প্রসূতি হাসপাতালে রুশ সেনাদের সরাসরি হামলা। মানুষ, শিশুরা ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে। নৃশংস!' ট্যুইটে ক্ষোভ প্রকাশ করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
Russia-Ukraine War Live Updates: ফর্মুলা ওয়ান দল হাস বরখাস্ত করল রাশিয়ান চালককে
ফর্মুলা ওয়ান দল হাস বরখাস্ত করল রাশিয়ান চালক নিকিতা মাজেপিনকে। তিনি ক্রীড়াবিদদের সাহায্য করার জন্য একটি সংস্থা তৈরি করছেন যাঁরা 'তাঁদের নিয়ন্ত্রণের বাইরে থাকা রাজনৈতিক পরিস্থিতির' কারণে প্রতিযোগিতা থেকে বাদ পড়ছেন।
Russia-Ukraine Conflict Live: বুচায় নাগরিকদের সরানোর কাজে বাধা রাশিয়ার, অভিযোগ ইউক্রেনের
বুচার সিটি কাউন্সিলের অভিযোগ, রুশ সৈন্যরা কিভের ওব্লাস্টের শহর বুচা থেকে নাগরিকদের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ ব্যাহত করছে। এমনটাই জানাচ্ছে কিভ ইন্ডিপেনডেন্ট। স্থানীয় কর্তৃপক্ষের মতে, রুশ বাহিনী কিভের কাছে ৫০টি বাসের রাস্তা বন্ধ করে দিয়েছে। তবে ইরপিন থেকে নাগরিক সরানোর অভিযান চলছে।