Russia Ukraine War: পুতিনের যুদ্ধে মানবিক সঙ্কট, রাশিয়া ছাড়ার সিদ্ধান্ত ম্যাকডোনাল্ড’সের
McDonald's Leaves Russia: যুদ্ধের আবহে আগেই রাশিয়ায় সাময়িক ভাবে ব্যবসা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ম্যাকডোনাল্ড’স।
![Russia Ukraine War: পুতিনের যুদ্ধে মানবিক সঙ্কট, রাশিয়া ছাড়ার সিদ্ধান্ত ম্যাকডোনাল্ড’সের Russia Ukraine War McDonald's selling 850 stores in Russia due to humanitarian crisis caused by war Russia Ukraine War: পুতিনের যুদ্ধে মানবিক সঙ্কট, রাশিয়া ছাড়ার সিদ্ধান্ত ম্যাকডোনাল্ড’সের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/17/bb819da73690ae42e5ff599ad80336fe_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: রাশিয়া (Russia) থেকে এ বার পুরোপুরি ব্যবসা গোটানোর সিদ্ধান্ত আমেরিকার ফাস্টফুড সংস্থা ম্যাকডোনাল্ড’সের (McDonald's)। রাশিয়ায় ৮৫০টি রেস্তরাঁ রয়েছে তাদের। সবক’টি স্থানীয়দের বিক্রি করে দেওয়া হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। রাশিয়ায় প্রায় ৬২ হাজার মানুষ ম্যাকডোনাল্ড’সে চাকরি করতেন। দেশের অন্দরে অন্য কোনও সংস্থায় তাঁদের নিযুক্ত করা যায় কিনা, তার জন্য চেষ্টা করবে তারা (Russia Ukraine War)।
রাশিয়া ছেড়ে এ বার পুরোপুরি বিদায়
যুদ্ধের আবহে আগেই রাশিয়ায় সাময়িক ভাবে ব্যবসা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ম্যাকডোনাল্ড’স। কিন্তু তিন মাস গড়াতে চললেও, যুদ্ধ থামার কোনও ইঙ্গিত এখনও মিলছে না। তাতেই পাততাড়ি গুটিয়ে রাশিয়া থেকে পুরোপুরি বেরিয়ে যাচ্ছে ম্যাকডোনাল্ড’স। ব্যবসায়িক ক্ষেত্রে রাশিয়াকে কোণঠাসা করতেই এমন সিদ্ধান্ত বলে মনে করছে কূটনৈতিক মহল।
যদিও ম্যাকডোনাল্ড’সের যুক্তি, ‘‘বর্তমান পরিস্থিতিতে কয়েক হাজার নিরীহ কর্মীর মুখে ভাত জোগানো, রোজগারের দিকে নজর রাখাই সঠিক সিদ্ধান্ত বলে হয়ত অনেকেই মনে করবেন। কিন্তু এই যুদ্ধের ফলে ইউক্রেনে যে মানবিক সঙ্কট দেখা দিয়েছে, তা থেকে নজর ঘোরানো সম্ভব হচ্ছে না।’’ নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে রাশিয়ায় সংস্থার কর্মীদের চিঠি দিয়েছেন ম্যাকডোনাল্ড’স প্রেসিডেন্ট তথা সিইও ক্রিস কেম্পশ্চিনস্কি।
মানবিক সঙ্কটের জেরেই সিদ্ধান্ত!
এই প্রথম রাশিয়ার মতো কোনও বড় দেশ থেকে ব্যবসা গোটানোর সিদ্ধান্ত নিতে হল বলে জানিয়েছেন ম্যাকডোনাল্ড’স কর্তৃপক্ষ। রাশিয়ায় তাঁদের ৬২ হাজার কর্মীকে অন্য কোনও সংস্থার হাতে তুলে দেওয়ার সব চেষ্টা করা হবে এবং তা না হওয়া পর্যন্ত কর্মীদের বেতন চালু থাকবে বলে জানিয়েছেন ম্যাকডোনাল্ড’স কর্তৃপক্ষ। তবে ব্যবসা তুলে নিলেও, রাশিয়ায় নিজেদের সংস্থার ট্রেডমার্ক তুলে নেওয়ার প্রশ্ন নেই বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)