Bangladesh News: ফের সীমান্তে উসকানি! রাজগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ। বাধা দেওয়ায় আক্রান্ত BSF
ABP Ananda Live: রাজগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ। বাধা দেওয়ায় BSF-এর ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও বাংলাদেশের পাচারকারীরা। এক BSF কর্মী গুরুতর জখম। পাল্টা আক্রমণে মৃত্যু হয় এক বাংলাদেশি পাচারকারীর। BSF সূত্রে খবর, বাংলাদেশ থেকে ১৫-২০ জন পাচারকারী ভারতে অনুুপ্রবেশ করে। BSF তাদের আত্মসমর্পণ করতে বলায়, পাচারকারীরা লাঠি, রড, ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় BSF-কে লক্ষ্য করে পাথরও ছোড়া হয়। কর্তব্যরত এক জওয়ান গুরুতর জখম হন। পাল্টা গুলি চালায় BSF, ছোড়া হয় স্টান গ্রেনেডও, পরে ওই এলাকা থেকে এক বাংলাদেশি পাচারকারীর দেহ উদ্ধার হয়।
West Bengal News Live: বেলঘরিয়ায় গুলিবিদ্ধ INTTCU নেতা, বিস্ফোরক তৃণমূল কাউন্সিলর
বেলঘরিয়ায় গুলিবিদ্ধ INTTCU নেতা, বিস্ফোরক তৃণমূল কাউন্সিলর। খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নির্মলা রায়। এই ঘটনার পিছনে ক্ষমতাশালী কারও হাত আছে।
এর আগে আমাদের এক কর্মীকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে হুমকি দেওয়া হয়েছে। কোন গোষ্ঠীর লোক এসব করছে বলতে পারব না।
আমারও ভয় আছে, আগেও বলেছি, কোনও লাভ হয়নি।
তাই মুখ খুলতে ভয় পাচ্ছি। কারা মদত দিচ্ছে, আমি মুখ্যমন্ত্রী ছাড়া অন্য কাউকে কিছু বলতে পারব না। আমিও খুন হয়ে যেতে পারি, আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূল কাউন্সিলর। খোদ শাসকদলের কাউন্সিলর মুখ খুলতে ভয় পাচ্ছেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? উঠছে প্রশ্ন।






















