JU Incident : যাদবপুরের ঘটনায় মদন থেকে সায়নী, একের পর এক তৃণমূল নেতার হুঁশিয়ারি ! শেষ কোথায় ?
ABP Ananda LIVE : "মুখ্যমন্ত্রী চাইলে পুলিশ যাদবপুরে অনেক কিছু করতে পারত", হুঁশিয়ারি সায়নীর। সুর ছড়িয়েছেন মদনও। পাল্টা কটাক্ষ ছুড়েছেন বামেরা। এই হুঁশিয়ারি-আক্রমণের মাঝেই অন্যরকম বক্তব্য ইন্দ্রানুজের বাবার।
West Bengal News: বেলঘরিয়ায় গুলিবিদ্ধ INTTCU নেতা, বিস্ফোরক তৃণমূল কাউন্সিলর
বেলঘরিয়ায় গুলিবিদ্ধ INTTCU নেতা, বিস্ফোরক তৃণমূল কাউন্সিলর। খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নির্মলা রায়। এই ঘটনার পিছনে ক্ষমতাশালী কারও হাত আছে।
এর আগে আমাদের এক কর্মীকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে হুমকি দেওয়া হয়েছে। কোন গোষ্ঠীর লোক এসব করছে বলতে পারব না।
আমারও ভয় আছে, আগেও বলেছি, কোনও লাভ হয়নি।
তাই মুখ খুলতে ভয় পাচ্ছি। কারা মদত দিচ্ছে, আমি মুখ্যমন্ত্রী ছাড়া অন্য কাউকে কিছু বলতে পারব না। আমিও খুন হয়ে যেতে পারি, আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূল কাউন্সিলর। খোদ শাসকদলের কাউন্সিলর মুখ খুলতে ভয় পাচ্ছেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? উঠছে প্রশ্ন।




















