Joe Biden on Russia : "আমেরিকা ও মিত্রশক্তি ঐক্যবদ্ধভাবে জবাব দেবে", রাশিয়াকে 'দায়ী' করে মন্তব্য বাইডেনের
Russia-Ukraine War : ইতিমধ্যেই ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানের ঘোষণা করেছে রাশিয়া। পূর্ব ইউরোপের ক্রিমিয়া দিয়ে ইউক্রেনে ঢুকে পড়েছে রুশ সেনা।
ওয়াশিংটন : রুশ-হঙ্কারে ইউক্রেনের জন্য প্রার্থনা আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের। পাশাপাশি রাশিয়াকে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি। বললেন, এই হামলার জেরে যে মৃত্যু ও ধ্বংসলীলা হবে তার জন্য শুধু রাশিয়া-ই দায়ী থাকবে। আমেরিকা ও তার মিত্রশক্তি ঐক্যবদ্ধভাবে এর জবাব দেবে। রাশিয়াকে জবাবদিহি করতে বাধ্য করবে বিশ্ব।
বাইডেন বলেন, "সারা বিশ্বের প্রার্থনা আজ ইউক্রেনের জনগণের সাথে রয়েছে। কারণ তারা রাশিয়ার সামরিক বাহিনীর দ্বারা বিনা প্ররোচনায় এবং অযৌক্তিক আক্রমণের শিকার হচ্ছে। প্রেসিডেন্ট পুতিন পূর্বপরিকল্পিত একটি যুদ্ধ বেছে নিয়েছেন, যা জীবন ও মানুষের দুর্ভোগ ডেকে আনবে। আমি আজ সন্ধ্যায় হোয়াইট হাউস থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করব এবং আমার জাতীয় নিরাপত্তা দলের কাছ থেকে নিয়মিত আপডেট নেব। আগামীকাল সকালে আমার জি-৭ সহযোগীদের সঙ্গে কথা বলব। আমরা ন্যাটো মিত্রদের সঙ্গে সমন্বয় রেখে চলব।"
আরও পড়ুন ; ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানের ঘোষণা করল রাশিয়া
ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানের ঘোষণা করেছে রাশিয়া। ইতিমধ্যেই পূর্ব ইউরোপের ক্রিমিয়া দিয়ে ইউক্রেনে ঢুকে পড়েছে রুশ সেনা। এরপরই রাজধানী কিয়েভ, খারকিভ-সহ একাধিক শহরে শোনা যায় একের পর এক বিস্ফোরণের শব্দ। ইউক্রেনের সেনাবাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। ইউক্রেন নিয়ে কোনও বিদেশি শক্তি নাক গলালে তার ফল ভুগতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
যুদ্ধের প্রস্তুতি হিসেবে আগেই ইউক্রেন সীমান্তে এয়ারস্পেস বন্ধ করেছে রাশিয়া। ইউক্রেনও তাদের ৩টি বিমানবন্দর বন্ধ করে দিয়েছে। গোটা দেশে জারি হয়েছে জরুরি অবস্থা। ইতিমধ্যেই ইউক্রেনের দূতাবাস খালি করেছে মস্কো। ইউক্রেনের তরফেও তাদের নাগরিকদের রাশিয়া ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে আজ ভার্চুয়াল বৈঠকে বসছে G-7 গোষ্ঠীভুক্ত দেশগুলি। ইউক্রেনের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস।