এক্সপ্লোর
Advertisement
পাত্রীর খোঁজে মস্কো থেকে পাকিস্তানের চিতরালে, গ্রেফতার রুশ যুবক
চিতরাল (পাকিস্তান): শুনেছিলেন, আফগানিস্তানের গা-ঘেঁষে পাকিস্তানের পাহাড়-ঘেরা প্রত্যন্ত চিতরাল জায়গাটা যেমন অপূর্ব সুন্দর, তেমনই সু্ন্দর দেখতে সেখানকার সংখ্যালঘু কলস সম্প্রদায়ের লোকজনও। হয়তো তাই কোনও কলস-সুন্দরীকে বিয়ে করার বাসনা হয়েছিল এই রুশ যুবকের। কিন্তু পাত্রীর খোঁজে মস্কো থেকে চিতরালে এসেই বিপত্তি। পুলিশ গ্রেফতার করেছে ২৮ বছরের রুশ নাগরিক অ্যাপেলগানস ভিয়াচেসলভকে। তাঁকে জেরা করছেন গোয়েন্দা এজেন্সির লোকজন।
জেলা পুলিশের প্রধান আসিফ ইকবাল জানিয়েছেন, ওই যুবক চিতরালের বেশ কিছু জায়গায় পাত্রীর খোঁজে পোস্টার দেন। তাতে ভাল মেয়ের খোঁজ দিতে পারলে ৯৯৫০ ডলার এক লক্ষ টাকা ইনাম দেওয়ার ঘোষণাও রয়েছে। পোস্টারে নিজের ছবি দিয়েছেন ভিয়াচেসলভ। যে হোটেলে তিনি উঠেছেন, আছে সেখানকার ঠিকানাও।
পুলিশ কর্তাটি বলেছেন, ওই রুশ নাগরিক স্বপ্নপূরণের জন্য ইসলামও গ্রহণ করেছেন। নতুন নাম হয় তুরুদ আলি।
নিয়ম হল, নিরাপত্তা সংক্রান্ত কারণে, বিদেশিরা চিতরাল এলেই বাধ্যতামূলক ভাবে আগে স্থানীয় থানায় গিয়ে রেজিস্ট্রেশন করতে হয়, যা এই যুবক করেননি বলে অভিযোগ। তাই গ্রেফতার, হাজতবাস। এক স্থানীয় নিরাপত্তা অফিসার বলেছেন, স্থানীয় মহিলাকে বিয়ে করে এখানেই থাকতে চান তিনি। পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলির যৌথ দল তৈরি করা হয়েছে ওকে জিজ্ঞাসাবাদ করার জন্য, জানিয়েছেন ওই অফিসার। তবে কেন জেরা, জানাতে পারেননি তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement