এক্সপ্লোর
Advertisement
মেয়ে গাড়ি চালাবে, বললেন কনের বাবা, শুনেই বিয়ে ভাঙল বর
রিয়াধ: সৌদি আরব ধনী দেশ। এখানকার লোকজনের জীবনযাপন কম আকর্ষণীয় নয়। ঠাটবাট, দামী ঘরবাড়ি, গাড়ি ছাড়াও এখানে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়, তা হল নিষেধাজ্ঞা।
আসলে সৌদি আরবের ধনী লোকজনের কাছে কোনও জিনিসের যেমন অভাব নেই, তেমনি অভাব নেই নিষেধাজ্ঞারও। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে নিয়ন্ত্রণ অনেক বেশি। সারা বিশ্বেই মহিলাদের যে অধিকার রয়েছে, তা সৌদি আরবের মহিলারা সম্ভবত স্বপ্নেও ভাবতে পারেন না। এরইমধ্যে কিন্তু নিয়মে কিছু কিছু ক্ষেত্রে বদল হচ্ছে। সম্প্রতিই সৌদি আরবে মহিলাদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়েছে। ২০১৮-র ২৪ জুন থেকে এই অনুমতি কার্যকর হবে।
এবার এই গাড়ি চালানো নিয়েই ভেঙে গেল বিয়ে। সৌদি আরবের এক কনের বাবা বলেছিলেন যে, নিষেধাজ্ঞা উঠলে তাঁর মেয়ে গাড়ি চালাবে। কিন্তু এই শর্ত মানতে একেবারেই নারাজ বর। কারণ, আগেই কনের বাবার দুটি শর্তে সায় দিয়েছিলেন বর। ওই দুটি শর্ত হল, বর কনেকে ৪০ হাজার রিয়াল পণ দেবেন। দ্বিতীয় শর্ত হল, বিয়ের পরও কনে চাকরি করবেন।
জানা গেছে, বিয়ের আসের কনের বাবা নয়া শর্তের কথা বলেন। এতে আর রাজি হননি বর। বিয়ে ভেঙে দেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement