এক্সপ্লোর
Advertisement
সৌদি আরব: আগে হাঁটার সাহস দেখিয়েছে বৌ, তালাক দিল স্বামী
দুবাই: স্ত্রীকে বারবার সাবধান করেছিলেন। স্ত্রী শোনেননি। স্বামীর আগে আগেই হাঁটছিলেন। কতক্ষণ এত স্পর্ধা সহ্য করা যায়! তক্ষুনি তালাক। চরম জব্দ বেয়াদব স্ত্রী।
সৌদি আরবে ঘটেছে এই ঘটনা। ওই পুরুষপ্রবরের নাম জানা যায়নি। স্থানীয় সংবাদপত্রে বেরিয়েছে, তিনি বারবার স্ত্রীকে বলেন, তাঁর থেকে অন্তত এক পা পিছিয়ে থাকতে। কিন্তু স্ত্রী তাতে কান না দেওয়ায় তাঁর আর সহ্য হয়নি।
এটাই শেষ নয়, এমন আজব কারণে তালাক অল্পদিনের মধ্যে অন্তত আরও দুটি সামনে এসেছে। নৈশভোজে ভেড়ার মাথা দিতে বিলম্ব হওয়ায় তালাক দেওয়া হয়েছে বৌকে।
মহিলা জানিয়েছেন, তাঁর স্বামী সে রাতে বেশ কয়েকজন বন্ধুকে নিমন্ত্রণ করেন। কিন্তু তিনি মেন ডিশে ভেড়ার মাথা এগিয়ে দিতে ভুলে গিয়েছিলেন, অথচ ওটাই ছিল ডিনারের মূল আকর্ষণ। বন্ধুরা চলে গেলে স্বামী বকাবকি করেন তাঁকে, তারপর তালাক।
আরও একটি ঘটনায় স্ত্রী পায়ে নূপুর পরায় হানিমুনেই তালাক দেওয়া হয়েছে।
সৌদি আরবে তালাকের সংখ্যা শেষ কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছে। বিষয়টি নিয়ে চিন্তিত সে দেশের সমাজতাত্ত্বিকরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খুঁটিনাটি
Advertisement