এক্সপ্লোর
প্রকাশ্যে বোরখা সরিয়ে টুইটারে ছবি দেওয়ার অপরাধে গ্রেফতার সৌদি মহিলা

নয়াদিল্লি: প্রকাশ্যে বোরখা খুলে রেখে,সাধারণ পোশাকে ছবি তুলে টুইটারে ছবি পোস্ট করায় গ্রেফতার এক সৌদি মহিলা। বিভিন্ন ওয়েবসাইট সূত্রে খবর মহিলার নাম মালাক-আল-শহেরি। তবে তাঁর আসল পরিচয় এখনও পুলিশের তরফে প্রকাশ করা হয়নি।
মহিলার অপরাধ তিনি প্রকাশ্যে বোরখা খুলে রেখে, সৌদি আরবের রাস্তায় দাঁড়িয়ে তাঁর খোলামেলা পোশাকের একটি ছবি তুলে টুইটারে পোস্ট করেন। গতমাসের শেষের দিকে পোস্ট করা এই ছবি ঘিরে টুইটারে তুমুল সমালোচনার ঝড় ওঠে। এরপরই ওই মহিলাকে গ্রেফতার করা হয়। এপ্রসঙ্গে পুলিশের বক্তব্য, তারা শুধুমাত্র তাদের দায়িত্বই পালন করেছে। তাদের সমাজের কিছু নিয়ম আছে, সেই নিয়ম কেউ ভাঙলে, তাকে উচিত্ শিক্ষা দেওয়া তাদের কর্তব্য। কারণ সৌদি আরবে মহিলাদের মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখার নিয়ম আছে। কিন্তু ওই মহিলা সেই নিয়ম না মানাতেই এই বিপত্তি। সূত্রের খবর, কুড়ির কোঠার ওই তরুণী, শুধু খোলামেলা পোশাকেই তাঁর ছবি দিয়ে থেমে থাকেননি। তিনি অপরিচিত পুরুষদের সঙ্গে সম্পর্কের বিভিন্ন সমীকরণ নিয়েও কথা বলেছেন। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, ওই মহিলা ওই দেশের নিয়মকে লঙ্ঘন করেছেন। তাই তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ সেখানকার সাধারণ মানুষের কাছে আর্জি রেখেছেন, ইসলাম ধর্মে যা প্রচার করা হয়, সেই নিয়ম অবশ্যই মেনে চলতে। সৌদি আরবে মহিলাদের ওপর বহু নিষেধাজ্ঞা জারি আছে। সেখানে তাঁরা একলা চলা ফেরা করতে পারেন না। তাঁদের গাড়ি চালানোরও অনুমতি নেই সেখানে।This is 21-year old Malak al-Shehri. She took a pic without her headscarf & now faces lashes. Welcome to #SaudiArabia, the US's best friend. pic.twitter.com/A1fbnauDeh
— Sarah Abdallah (@sahouraxo) December 12, 2016
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















