এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
বাজারে চুনি, পান্না বসানো ফোন, দাম ২.৩ কোটি, ডেলিভারি হেলিকপ্টারে!
বেজিং: ভার্চু, বিলাসবহুল ফোন বাজারে আনার জন্যে বিখ্যাত এই ব্র্যান্ড। সম্প্রতি এই ব্র্যান্ড তাঁদের নয়া ফোন সিগনেচার কোবরা বাজারে আনল, দাম ভারতীয় মুদ্রায় মাত্র ২.৩ কোটি টাকা! তুরস্কের এক ব্যবসায়ী এই সংস্থার বর্তমান কর্ণধার। এই ফোনটি যিনি কিনবেন, কাস্টমারের কাছে সংস্থা ফোন পৌঁছে দেবে হেলিকপ্টারে করে। এইমুহূর্তে ফোনটি চিনের একটি ই-কমার্স অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।
ইচ্ছুক কাস্টমার যাঁরা এই ফোন কিনতে চান, প্রথমে তাঁদের দশ হাজার টাকা ডাউন পেমেন্ট করতে হবে। এরপর আপফ্রন্টে ধীরে ধীরে বাকি টাকা মেটানো যাবে।
এই ফোন সারা দুনিয়ায় মাত্র আটটি জায়গায় পাওয়া যাবে। চিনে মাত্র এক জায়গাতেই এই ফোন এইমুহূর্তে পাওয়া যাচ্ছে। তবে এই ফোনের ফিচার সম্পর্কে কোনও তথ্য পাওয়া যাচ্ছে না।
এই ভার্চু সিগনেচার কোবরা ফোনটি ডিজাইন করেছে একটি ফরাসী জুয়েলারি সংস্থা। ফোনে রয়েছে ৪৩৯টি চুনি, দুটি পান্না। চুনি, পান্না ছাড়াও এই ফোনের গায়ে খচিত রয়েছে আরও কিছু মূল্যবান পাথর। মূলত ৩৮৮টি অংশ রয়েছে এই ফোনের, যা সমন্বয় করা হয়েছে ব্রিটেনে। তবে কোনও মেশিন নয়, ফোনের খুঁটিনাটি ঠিক রাখতে হাত দিয়েই জোড়া হয়েছে এই ফোনের বিভিন্ন অংশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement