এক্সপ্লোর
মিশরে ৩,৫০০ বছরের পুরনো সৌধ থেকে উদ্ধার ৬টি মমি

প্রতীকী চিত্র
লাকজর: দক্ষিণ মিশরের লাকজর শহরের কাছে ৬টি মমি উদ্ধার করল প্রত্নতত্ববিদেরা।
খবরে প্রকাশ, প্রায় সাড়ে তিন হাজার পুরনো একটি সৌধে খননকার্য চালিয়ে ওই ছটি মমি উদ্ধার করা হয়। মিশরের পুরাকীর্তি মন্ত্রক থেকে জানানো হয়েছে, মমিগুলি রঙিমন কফিনের মধ্যে ছিল। পাশাপাশি, এক হাজারের বেশি সমাধিস্তম্ভ-মূর্তিও উদ্ধার করা হয়েছে।
মন্ত্রকের তরফে জানানো হয়, ওই সৌধটি বহুচর্চিত ভ্যালি অফ কিংস-এর কাছে দ্রা আবুল নাগা সমাধিক্ষেত্রে অবস্থিত। সৌধটি ছিল সেই সময়ের এক অভিজাত ব্যক্তির, যিনি শহরের বিচারক ছিলেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















