এক্সপ্লোর
Advertisement
জোকার! মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে কটাক্ষ সোনাম কপূরের
মুম্বই: সম্প্রতি গ্লোডেন গ্লোব অ্যাওয়ার্ডের মঞ্চে শুধুমাত্র সকলের নজর কাড়েননি বলি ডিভা প্রিয়ঙ্কা চোপড়া। সেদিনের অনুষ্ঠানে নজর কেড়েছিলেন হলিউড অভিনেত্রী মেরিল স্ট্রিপও। সেখানে তিনি সেসিল বি ডেমিলি সম্মানে সম্মানিত হন। কিন্তু অনুষ্ঠান মঞ্চে নিজের বক্তৃতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একহাত নিয়ে বলেন, তিনি কাউকে সম্মান করতে জানেন না। প্রত্যেককে অপমানিত করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প টুইটারে পাল্টা মেরিল স্ট্রিপকে আক্রমণ করে বলেন
কিন্তু ট্রাম্পের এই মন্তব্য ভালভাবে নেননি বলিউড অভিনেত্রী সোনাম কপূর। ঠৌঁটকাটা সোনাম ট্রাম্পকে জোকার বলে সম্মোধন করেন। তাঁর সঙ্গে কারও নাম না করে এদেশের রাজনৈতিক নেতাদের অনেক বুদ্ধিমান বলেও মন্তব্য করেন সোনাম।Meryl Streep, one of the most over-rated actresses in Hollywood, doesn't know me but attacked last night at the Golden Globes. She is a.....
— Donald J. Trump (@realDonaldTrump) January 9, 2017
Okay india isn't in such a bad way... this person is a joker... at least our leader has a semblance of intelligence. 👇🏽 https://t.co/6FXVxKnT7m — Sonam Kapoor (@sonamakapoor) January 9, 2017আপাতত কেরিয়ার নিয়েও মারাত্মক ব্যস্ত সোনাম। 'ভির দি ওয়েডিং' ছবির প্রি প্রোডাকশনের কাজ নিয়ে ব্যস্ত অভিনেত্রী। এ ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন করিনা কপূর খান, সারা ভাস্কর, শিখা তালসানিয়া। 'ভির দি ওয়েডিং'ও যেমন মহিলা কেন্দ্রিক ছবি, মহিলাদের ক্ষমতায়নের ছবি, তেমনই বাস্তবেও মহিলাদের ক্ষমতায়ন নিয়ে যথেষ্ট চাঁচাছোলা অভিনেত্রী সোনাম কপূর।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
আন্তর্জাতিক
Advertisement