এক্সপ্লোর
লাহৌরে মঞ্চাভিনেত্রী কিসমত বেগকে গুলি করে হত্যা

লাহৌর: কান্দিল বালোচের পর কিসমত বেগ। বন্দুকবাজের গুলিতে প্রাণ হারালেন আর এক পাকিস্তানি অভিনেত্রী। পরিবারের সম্মানহানির অজুহাতে কান্দিলকে খুন করে তাঁর নিজের ভাই। কিসমতের ওপর কারা হামলা চালিয়েছে, এখনও জানা যায়নি। নিজের গাড়িতে লাহৌরের হরবংশপুরা দিয়ে যাচ্ছিলেন কিসমত। সে সময় তাঁর ওপর হামলা চালায় জনাতিনেক বন্দুকধারী। কিসমত ও তাঁর গাড়ির চালক দু’জনেই গুরুতর জখম হন। হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মারা যান ওই মঞ্চাভিনেত্রী। কিসমতের গাড়ির চালক দাবি করেছেন, ওই ৩ বন্দুকবাজ প্রথমে গাড়ির কাচ ভেঙে ফেলে, তারপর শুরু করে গুলিবর্ষণ। তাদের কাছে ৯এমএম পিস্তল ছিল বলে তাঁর দাবি। কিসমতের মোবাইল ফোন ও গলার সোনার চেন ছিনতাই করে তারা। কিসমতের মা অবশ্য এই খুন স্রেফ লুঠের উদ্দেশ্যে বলে মানতে নারাজ। তাঁর অভিযোগ, আগের রাতেও কয়েকজন কিসমতের পিছু নিয়েছিল। এর আগেও বারদুয়েক হামলা হয় তাঁর ওপর। মুজরার দুনিয়ায় কিসমত বেগ পরিচিত নাম। সোশ্যাল মিডিয়ায় তাঁর ভিডিও রীতিমত জনপ্রিয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের






















