এবার লন্ডনের শপিং সেন্টারে অ্যাসিড-হামলা, আহত ৬, ধৃত কিশোর
লন্ডন: এবার অ্যাসিড হামলা লন্ডনে।
খবরে প্রকাশ, লন্ডনের একটি শপিং সেন্টারে দুটি গোষ্ঠীর মধ্যে বিবাদের মধ্যে অ্যাসিড হামলা হলে অন্তত ৬ জন আহত হয়েছেন। এই ঘটনায় এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল সন্ধ্যায় পূর্ব লন্ডনের স্ট্র্যাটফোর্ড শপিং সেন্টারে ঝামেলায় জড়িয়ে পড়ে দু’দল মানুষ। স্কটল্যান্ড ইয়ার্ডের এক কর্তা জানান, তার মধ্যেই আচমকা একজন ঝাঁঝালো তরল পদার্থ ছোঁড়ে। তাতে অন্তত ৬ জন আহত হন।
অ্যাসিড-হামলার পরই উভয় দলই সেখান থেকে পালিয়ে যায়। অনেক আহত বিভিন্ন দিকে ছিটকে যায়। কয়েকজন আশেপাশের দোকানে গিয়ে মুখ ধুয়ে নেন। তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গত সপ্তাহে দক্ষিণ-পশ্চিম লন্ডনের ভূগর্ভস্থ রেল স্টেশনে বিস্ফোরণ ঘটে। পার্সন্স গ্রিন স্টেশনের কাছে বিস্ফোরণটি ঘটে। যাতে আগুনে ঝলসে যান কয়েকজন। হুড়োহুড়ি করে বেরোতে গিয়ে আরও কয়েকজন জখম হয়েছেন। সব মিলিয়ে ২২ জন আহত হয়েছিলেন।
তার আগে মার্চ মাসে পার্লামেন্টের কাছে ছুরি নিয়ে হামলা, দু’মাস কাটতে না কাটতেই মে-তে ম্যাঞ্চেস্টারের রক কনর্সাটে আত্মঘাতী জঙ্গি হানা। ২২ জন নিহত হন। তার পর জুন মাসেই এক বার ভ্যান নিয়ে লন্ডন ব্রিজে হামলা, আর এক বার লন্ডনের একটি মসজিদে।
অ্যাসিড হামলার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ১৫ বছরের এক কিশোরকে গ্রেফতার করেছে।