স্ত্রী তিনটি আসন নিয়ে ঘুমোচ্ছেন, ৬-ঘণ্টা বিমানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলেন স্বামী! দেখুন ভাইরাল ছবি
আবার অনেকে অবাক হয়ে যান, কী করে বিমানকর্মীরা ওই ব্যক্তিকে ৬ ঘণ্টা ধরে দাঁড়িয়ে থাকার অনুমতি দিলেন।
নয়াদিল্লি: স্ত্রী যাতে ঘুমোতে পারেন, তার জন্য টানা ৬ ঘণ্টা বিমানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলেন এক ব্যক্তি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই উঠল তর্কের ঝড়। এক শ্রেণি যখন একে ‘ভালবাসার নিদর্শন’ বলে উল্লেখ করল, তেমনই অন্যদিকে আরেক পক্ষ স্ত্রীকে ‘স্বার্থপর’ বলে কটাক্ষ করেছে।
সম্প্রতি, নিজের টুইটার হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন কার্টনি লি জনসন নামে এক ব্যক্তি। সেখানে দেখা যাচ্ছে, এক প্রবীণ দাঁড়িয়ে রয়েছেন আর পাশে তিনটি আসন দখল করে শুয়ে আছেন এক মহিলা। ওই ছবির সঙ্গে জনসন লেখেন, এই ব্যক্তি বিমানে ৬ ঘণ্টা দাঁড়িয়েছিলেন, যাতে স্ত্রী ঘুমোতে পারেন। এটাই ভালবাসা।This guy stood up the whole 6 hours so his wife could sleep. Now THAT is love. pic.twitter.com/Vk9clS9cCj
— Courtney Lee Johnson (@courtneylj_) September 6, 2019
She could have still rested her head on his lap.
— Fossil King ???????? (@_Sylva_H) September 6, 2019
পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে টুইটারে ভাইরাল হয়ে যায় ছবিটি। প্রায় ১৫ হাজার ‘লাইক’ পড়ে। কয়েক হাজার মানুষ ‘কমেন্ট’ করেন। অনেকে, জনসনের ‘ভালবাসা’-র এই ব্যাখ্যার সঙ্গে সহমত পোষণ করেননি। তাঁদের মতে, ওই প্রৌঢ়ের স্ত্রী নিতান্তই ‘স্বার্থপর’। কী করে তিনি ৬ ঘণ্টা ধরে স্বামীকে দাঁড় করিয়ে রাখলেন, সেই প্রশ্নও তোলেন অনেকে।That's not love, his wife is selfish and he is weak
— katlego_ (@katlego_Jay) September 6, 2019
Selfish pic.twitter.com/464CI5Fjmy
— Hummy (@hummytweets) September 6, 2019
তবে, অনেকে আবার এই ছবিকে ‘রোম্যান্টিক’ হিসেবে উল্লেখ করে স্বামীর প্রশংসায় পঞ্চমুখ হন। অনেকেই মনে করেছেন, ওই মহিলা স্বামীর কোলেও তো মাথা রাখতে পারতেন। আবার অনেকে অবাক হয়ে যান, কী করে বিমানকর্মীরা ওই ব্যক্তিকে ৬ ঘণ্টা ধরে দাঁড়িয়ে থাকার অনুমতি দিলেন। আবার অনেকে ওই ছবির সত্যতা নিয়েও প্রশ্ন তোলেন।Wait they had three seats and she couldn't spare him one at least?
— Klay Anthony Clarke (@therealklay) September 6, 2019
The flight attendants wouldn’t even allow this ????????????
— Beautifully_dope (@Steve_wozowski) September 6, 2019
Lol! I suppose it’s sweet but how was this allowed? https://t.co/Innp3q6mrQ
— Sizwe Dhlomo (@SizweDhlomo) September 6, 2019
That is the ultimate love, but with a little travel experience...you know to just lay in his lap and then he can lay his head on your hips. There’s a formula lol.
— Elle Woods (@LaurenEffie) September 6, 2019
Not love but exploitation. She could have just rested her head on his lap. Very inconsiderate.
— Ujinga Kenya! (@NasaRevolution) September 6, 2019
We need to let go of this idea of love that involves suffering.
— Brand _Afrika (@brand_afrika) September 6, 2019