এক্সপ্লোর
নিউজিল্যান্ডের বিমানবন্দরে গুলি করে মারা হল বোমা অনুসন্ধানকারী কুকুরকে

ছবি সৌজন্যে ট্যুইটার
অকল্যান্ড: বিমানবন্দরে প্রশিক্ষকদের হাত ছাড়িয়ে পালিয়ে গিয়েছিল বোমা অনুসন্ধানকারী শিক্ষানবিশ কুকুরটি। ১০ মাস বয়সি এই ছোট্ট কুকুরটাকে কিছুতেই ধরা যাচ্ছিল না। সে রানওয়েতে থাকায় ১৬টি উড়ান থমকে যায়। কয়েক ঘণ্টার চেষ্টাতেও কুকুরটিকে ধরতে না পেরে গুলি করে খুন করলেন নিরাপত্তারক্ষীরা। পশু অধিকার আন্দোলনকারীরা এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। কুকুরটিকে কেন ঘুম পাড়ানি গুলি করা হল না, সেই প্রশ্ন তুলেছেন তাঁরা। অকল্যান্ড বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, নিহত কুকুরটির প্রশিক্ষণ শেষ হতে আর ৬ মাস বাকি ছিল। সে পালিয়ে যাওয়ার পর খাবার, খেলনা দিয়ে এবং অন্য কুকুরদের সাহায্যে তাকে ধরার চেষ্টা হয়। কিন্তু কিছুতেই কাজ না হওয়ায় শেষপর্যন্ত বিমানবন্দরের জরুরি বিভাগ তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















