এক্সপ্লোর
Advertisement
হোয়াইট হাউসে দীপাবলী পালন করলেন ট্রাম্প
ওয়াশিংটন: হোয়াইট হাউসে দীপাবলী উত্সব পালন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হওয়ার পর এবারই প্রথম দীপাবলী পালন করলেন তিনি। তাঁর সঙ্গে থিলেন নিকি হ্যালি সহ তাঁর প্রশাসনের ইন্দো-মার্কিন সদস্যরা। ছিলেন সেন্টারস ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিক্যাড সার্ভিসেসের অ্যাডমিনিস্ট্রেটর সীমা ভার্মা. মার্কিন ফেডারেল কমিউনিকেশন কমিশনের চেয়ারম্যান অজিত পাই, ট্রাম্পের ডেপুটি প্রেস প্রিন্সিপাল সেক্রেচারি রাজ শাহ।
ওভাল অফিসে দীপাবলী পালনের একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন ট্রাম্প। তিনি লিখেছেন, এই উত্সব পালন করতে গিয়ে আমরা বিশেষ করে বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের কথাই স্মরণ করলাম।
ট্রাম্প আরও বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে জোরাল সম্পর্ক তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দীপাবলী উত্সব উদযাপনে ট্রাম্পের সঙ্গে যোগ দেন তাঁর কন্যা ইভাঙ্কাও। ট্রাম্প বলেছেন, ইন্দো-মার্কিন সম্প্রদায়ের বিজ্ঞান, চিকিত্সা, ব্যবসা ও শিক্ষায় বিপুল অবদান রয়েছে।মার্কিন বাহিনীতে ইন্দো-মার্কিন নাগরিকদের অবদানের কথাও উল্লেখ করেছেন প্রেসিডেন্ট।
উল্লেখ্য, হোয়াইট হাউসে প্রথম দীপাবলী উত্সব উদযাপন করেছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গত বছর তিনি দীপাবলী পালন করেছিলেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement