এক্সপ্লোর
টানটান হোয়াইট হাউসের লড়াই, এই প্রথম হিলারিকে পিছনে ফেললেন ট্রাম্প
![টানটান হোয়াইট হাউসের লড়াই, এই প্রথম হিলারিকে পিছনে ফেললেন ট্রাম্প Trump Leads Clinton By 1 Point In New Poll টানটান হোয়াইট হাউসের লড়াই, এই প্রথম হিলারিকে পিছনে ফেললেন ট্রাম্প](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/06/18171034/Donald-Trump-Hillary-Clinton.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ওয়াশিংটন: সম্ভবত শেষ রাত্তিরেই ওস্তাদের খেল দেখাতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ জনমত সমীক্ষা অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট পদের লড়াইয়ে হট ফেভারিট হিলারি ক্লিনটনকে পিছনে ফেলে দিয়েছেন তিনি। এতদিন বহু পয়েন্টে ডেমোক্র্যাট প্রার্থীর থেকে পিছিয়ে থাকলেও ভোটের ঠিক ১ সপ্তাহ আগে হিলারিকে পিছনে ফেলে লিড নিয়েছেন ট্রাম্প। লিড মাত্র ১ পয়েন্টের হলেও তা রীতিমত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে মার্কিন রাজনৈতিক মহল।
ইমেল কেলেঙ্কারির খবর নতুন করে সামনে আসার পর থেকেই হিলারির জনপ্রিয়তা বেশ কিছুটা গোঁত্তা খেয়েছে। তাঁর পক্ষে ভোটের শতাংশে তেমন কোনও হেরফের না হলেও ট্রাম্প এই প্রথম পিছনে ফেলে দিয়েছেন তাঁকে। এবিসি নিউজ ও ওয়াশিংটন পোস্টের ট্র্যাকিং পোল অনুযায়ী সাম্প্রতিকতম সমীক্ষায় ৪৬ শতাংশ সম্ভাব্য ভোটার সমর্থন করেছেন ট্রাম্পকে। উল্টোদিকে ক্লিনটন পাচ্ছেন ৪৫ শতাংশের ভোট। ভোট শেয়ারের ক্ষেত্রে ট্রাম্প আপাতত তাঁর প্রতিদ্বন্দ্বীর থেকে ৮ পয়েন্টে এগিয়ে রয়েছেন, যদিও আগের সব নির্বাচনের তুলনায় খুব বেশি জনসমর্থন তাঁদের কারও পক্ষেই নেই-ট্রাম্পের পক্ষে সমর্থন ৫৩ শতাংশ, হিলারির পক্ষে ৪৫ শতাংশ।
বিদেশ সচিব থাকাকালীন ব্যক্তিগত ইমেল সার্ভার ব্যবহার করা নিয়ে হিলারির বিরুদ্ধে ওঠা অভিযোগের নতুন করে তদন্ত শুরু করেছে এফবিআই। তারপর থেকেই হিলারির জনপ্রিয়তার গ্রাফ ক্রমশ নিম্নমুখী। তবে এটা পরিষ্কার, লড়াই চলছে হাড্ডাহাড্ডি, মাত্র ১ পয়েন্টের জনপ্রিয়তার তফাত যে কোনও মুহূর্তে উল্টেও যেতে পারে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)