এক্সপ্লোর
Advertisement
মোদীর সঙ্গে সাক্ষাতের সময় যে হলুদ পোশাক মেলানিয়া পরেছিলেন তার দাম ১ লক্ষ ৩৯ হাজার ১৮০ টাকা
ওয়াশিংটন: হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প-নরেন্দ্র মোদী সাক্ষাৎ, ফার্স্ট লেডির উষ্ণ অভ্যর্থনা মোদীকে, সব কিছুই সংবাদমাধ্যমের সৌজন্যে এখন ফ্রেমবন্দি। কিন্তু যে বিষয়টা অনেকেই এখনও জানেন না, সেটা হল স্টাইলিশ এবং অন্য ধরনের স্টাইল স্টেটমেন্ট তৈরিতে অভ্যস্থ মেলানিয়া মোদীর হোয়াইট হাউস সফরকালে যে হলুদ পোশাকটি পরেছিলেন তার দাম কত?
প্রসঙ্গত, যখন ক্যামেরার পিছনে থাকা ফটোগ্রাফাররা মোদী-ট্রাম্পের দেখা হওয়ার মুহূর্তটি ফ্রেমবন্দি করার জন্যে তৈরি, ঠিক তখনই হলুদ পোশাকে হাজির হয়ে, নিজের দিকে সমস্ত নজর সরিয়ে নিয়ে গিয়েছিলেন মেলানিয়া। সাধারণত, ফিট এবং ফ্লেয়ার ফ্রক বা আভিজাত্যপূর্ণ ইভনিং গাউনেই দেখা যায় মেলানিয়াকে। কিন্তু সকলকে অবাক করে এবার তিনি পরেছিলেন একটি ফ্লোরাল ড্রেস, যার দাম ২, ১৬০ ডলার। ভারতীয় মুদ্রায় যার মূল্য এক লক্ষ ৩৯ হাজার ১৮০ টাকা।
ভোগ সূত্রে খবর, উজ্জ্বল হলুদ রঙের মাটি ছুঁয়ে যাওয়া ফ্লোরাল ক্রেপ গাউনটি এমিলিও পুসির তৈরি। এই পোশাকের নিজস্ব কিছু অভিনবত্বও রয়েছে।
মেলানিয়ার কোমরে যে বেল্টটি ছিল, সেটাও যথেষ্ট আকর্ষণীয়। আর তাঁর পোশাক ও মেকআপের সঙ্গে যোগ্য সঙ্গতে ছিল গোলাপী রঙের স্টিলেটো সঙ্গে হীরের আঙটি। কার্যত সদা হাস্য স্লোভানিয়ার এই মডেল, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি, তার প্রতিটি স্টাইলেই অনন্য, অদ্বিতীয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement