এক্সপ্লোর
Advertisement
৪টি সরবরাহ করা হবে, পাকিস্তান নৌবাহিনীর জন্য যুদ্ধজাহাজ নির্মাণ শুরু তুরস্কের
গত বছরের জুলাইয়ে তুরস্ক থেকে চারটি মিলজেম যু্দ্ধজাহাজ সংগ্রহের চুক্তি সই করে পাক নৌবাহিনী। অনুষ্ঠানে এরডোগান দাবি করেন, পাকিস্তান-তুরস্ক সম্পর্কের প্রতিরক্ষা উত্পাদন ক্ষেত্রে সহযোগিতার বিরাট সম্ভাবনা আছে।
নয়াদিল্লি: পাকিস্তানের জন্য নৌ যু্দ্ধজাহাজ তৈরির কাজ শুরু করেছে তুরস্ক। পাক মিডিয়ার খবর। ২০১৮-য় দুই দেশের স্বাক্ষরিত চু্ক্তির অংশ হিসাবে সেটি পাকিস্তানকে বেচবে তুরস্ক। মিলগেম নামে ওই যুদ্ধজাহাজ নির্মাণের সূচনা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরডোগান একথা ঘোষণা করেছেন বলে জানিয়েছে পাক চ্যানেল জিও নিউজ-এর। তাঁকে উদ্ধৃত করে তাদের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান এই যুদ্ধ জাহাজ থেকে উপকৃত হবে বলে আশা করি। পাকিস্তান চারটি মিলগেম আডা ক্লাস কর্ভেট যুদ্ধ জাহাজ পাবে তুরস্ক থেকে। অনুষ্ঠানে প্রথমটির প্রথম ধাতব প্লেট কাটেন পাক নৌ কম্যান্ডার অ্যাডমিরাল জাফর মাহমুদ আাব্বাসি ও এরডোগান।
গত বছরের জুলাইয়ে তুরস্ক থেকে চারটি মিলজেম যু্দ্ধজাহাজ সংগ্রহের চুক্তি সই করে পাক নৌবাহিনী। অনুষ্ঠানে এরডোগান দাবি করেন, পাকিস্তান-তুরস্ক সম্পর্কের প্রতিরক্ষা উত্পাদন ক্ষেত্রে সহযোগিতার বিরাট সম্ভাবনা আছে। এরডোগান বলেন, দেশীয় ক্ষমতা, প্রযুক্তি কাজে লাগিয়ে যুদ্ধজাহাজ তৈরি, তার নকশা রচনা ও রক্ষণাবেক্ষণের ক্ষমতা যে মাত্র ১০টি দেশের আছে, তুরস্ক তাদের অন্যতম। এরডোগান তুরস্কের নৌবাহিনীর হাতে একটি নতুন নৌ যুদ্ধজাহাজের ভার তুলে দেন, তুর্কি প্রতিরক্ষা শিল্পের যুদ্ধজাহাজ নির্মাণ ক্ষমতারও প্রশংসা করেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement