এক্সপ্লোর
Advertisement
লন্ডন ব্রিজে জঙ্গি হামলায় মৃত ২, হামলা নেদারল্যান্ডসেও, আহত ৩
ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, এই ঘটনা সন্ত্রাসবাদী হামলা ছাড়া কিছু নয়।
লন্ডন: ফের সন্ত্রাসের শিকার হল ঐতিহাসিক লন্ডন ব্রিজ। ছুরি হাতে ১ জঙ্গির এলোপাথারি কোপে ২ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৩ জন। আততায়ীকে গুলি করে মেরেছে পুলিশ। স্কটল্যান্ড ইয়ার্ডের সন্ত্রাসদমন শাখার প্রধান নীল বসু জানিয়েছেন, হামলায় আহত হয়েছেন বেশ ক’জন, তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, এই ঘটনা সন্ত্রাসবাদী হামলা ছাড়া কিছু নয়। নীল বসু বলেছেন, অভিযুক্ত ব্যক্তি একাই ছিল, গায়ে ছিল নকল বিস্ফোরক লাগানো জ্যাকেট। হঠাৎ সে একটি লম্বা ছুরি বার করে ব্রিজের ওপর পথচারীদের উপর্যুপরি আঘাত করতে থাকে। আর্তনাদ, হুড়োহুড়ির মধ্যেই কয়েকজন তার ওপর ঝাঁপিয়ে পড়ে ছুরি কেড়ে নেন। কিন্তু তার গায়ে বিস্ফোরক বোঝাই জ্যাকেট দেখে আর ঝুঁকি না নিয়ে পুলিশ তাকে গুলি করে। তবে পরে দেখা যায় ওই জ্যাকেট নকল ছিল।
ঘটনার পর থেকে ঘিরে রাখা হয়েছে লন্ডন ব্রিজ। আশপাশের অফিস কাছারি বন্ধ করে দেওয়া হয়েছে। লন্ডন ব্রিজ রেল স্টেশনও বন্ধ, কোনও ট্রেন সেখানে থামছে না। এর আগে ২০১৭-র জুনেও লন্ডন ব্রিজে জঙ্গি হামলা হয়, প্রাণ হারান ১১ জন। হামলার দায়স্বীকার করে আইএসআইএস।
একইভাবে স্থানীয় সময় কাল রাতেই নেদারল্যান্ডসেও হামলা হয়েছে। রাজধানী হেগের গ্রোটে মার্কস্ট্রাট নামে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ত বাজার এলাকায় লন্ডনের ধাঁচেই ছুরি হাতে হামলা চালায় ১ ব্যক্তি। আহত হয়েছেন ৩ জন। তবে হামলাকারী পলাতক। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন পুরুষ, বয়স ৪৫/৫০, পরনে ছিল ধূসর জগিং স্যুট।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement