এক্সপ্লোর
আবু ধাবির ২৫ তলা নির্মীয়মাণ বহুতলে বিধ্বংসী আগুন

আবু ধাবি: আরব আমীরশাহীর রাজধানী আবু ধাবির নির্মীয়মাণ বহুতলে বিধ্বংসী আগুন। আবু ধাবি মল ও রোটানা বিচ হোটেলের মাঝে নির্মীয়মাণ ২৫ তলা বাড়িটিতে আগুন লাগে। মুহুর্তে তা ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। ঘটনাস্থল থেকে শতাধিক শ্রমিককে উদ্ধার করা হয়। খালি করে দেওয়া হয় পাশের হোটেলটিও। কী কারণে নির্মীয়মাণ ওই বহুতলে আগুন লাগল, তা তদন্ত করে দেখা হচ্ছে। গত কয়েকবছরে আবু ধাবিতে গড়ে উঠেছে একাধিক বহুতল। এর মধ্যে বেশ কয়েকটি বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















