এক্সপ্লোর
Advertisement
হিংরেজি শিখবেন? চলে যান ইংল্যান্ডের এই কলেজে
লন্ডন: হিন্দি আর ইংরেজি শব্দের মিশ্রণে হিংরেজি কোর্স গত বছর শুরু করেছে ইংল্যান্ডের পোর্টসমাউথ কলেজ। এ বছর ওই কোর্স আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তারা।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, অল্প সময়েই জনপ্রিয় হয়েছে তাদের হিংরেজি কোর্স। বিশেষ করে ভারতীয় সংস্থায় কাজ করা পেশাদাররা চলতি হিন্দি শব্দের ওপর বেসিক কোর্স করতে ভিড় করেছেন এখানে।
বিশেষত ব্রেক্সিট পরবর্তী ইংল্যান্ডে হিংরেজির জনপ্রিয়তা বেড়েছে। তরুণ প্রজন্ম জানে, তারা ইউরোপীয় ইউনিয়ন ছাড়তে চলেছে, তাই দুনিয়ার অন্যত্র কাজ পাওয়ার সম্ভাবনা যতটা সম্ভব বাড়াতে চায় তারা।
হ্যাম্পশায়ারের এই কলেজ সূত্রে খবর, গত সপ্তাহে শেষ হয়েছে গত বছরের হিংরেজি কোর্স। ছাত্রছাত্রী ও বয়স্ক পড়ুয়ারা ইতিমধ্যেই খবর নিতে শুরু করেছেন, এ বছরের কোর্সে কীভাবে ভর্তি হতে হবে। গত নভেম্বরে নির্দিষ্ট একদল পড়ুয়াকে নিয়ে শুরু হয় এই কোর্স। মূল উদ্দেশ্য ছিল, ছাত্রছাত্রীদের জানানো, ইংল্যান্ডে ও আন্তর্জাতিক দুনিয়ায় কীভাবে রোজকার কথাবার্তায় ও ব্যবসা বাণিজ্যে হিংরেজি ব্যবহার হয়ে থাকে। তা ছাড়া ভারতীয় ছবি, সংবাদপত্র, বিজ্ঞাপন ইত্যাদিতে এই হিংরেজির ব্যবহার দেখিয়ে তাতে সংস্কৃতি কীভাবে প্রভাব ফেলছে তা তুলে ধরা।
হিংরেজি শিক্ষক বিরাজ শাহ মন্তব্য করেছেন, ভারতীয়রা সিনেমা দেখতে ভালবাসেন। তার নাম থেকে শুরু করে চিত্রনাট্য, গান- সবেতেই হিংরেজির বহুল ব্যবহার।
গত বছর ১৮ জন এই কোর্স করেন। ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে তা মডার্ন বিজনেস ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার প্রোগ্রামের নিয়মিত অংশ হয়ে উঠেছে।
হিংরেজি হিন্দির থেকে শেখা সোজা, কারণ দেবনাগরীর বদলে এখানে লেখা হয় রোমান হরফে। প্রিপোন, এয়ারড্যাশ, টাইমপাসের মত শব্দ ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement