এক্সপ্লোর
Advertisement
ব্রিটিশ পার্লামেন্টের বাইরে জঙ্গি হামলা, এক মহিলার মৃত্যু, পুলিশের পাল্টা গুলিতে খতম আততায়ী
লন্ডন: ব্রিটিশ পার্লামেন্টের বাইরে চলল গুলি। আহত হয়েছেন বেশ কয়েকজন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এক ব্যক্তিকে ছুরি হাতে পার্লামেন্টের বাইরে ছুটে যেতে দেখেছেন। একজন পুলিশ আধিকারিক ছুরিকাহত হয়েছেন। আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। স্কটল্যান্ড ইয়ার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়েস্টমিনস্টার ব্রিজের কাছে গুলি চলেছে। বেশ কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনাটিকে প্রাথমিকভাবে জঙ্গি হামলা বলেই মনে করা হচ্ছে। হামলাকারীকে পাল্টা গুলি করে হত্যা করেছে পুলিশ। তার আগে অবশ্য হামলাকারীর গুলিতে এক মহিলার মৃত্যু হয়েছে। লন্ডন মেট্রোপলিটন পুলিশ সাধারণ মানুষকে এই হামলার ছবি ও ভিডিও দিয়ে সাহায্য করার আবেদন জানিয়েছে।
হাউস অফ কমন্সের নেতা ডেভিড লিডিংটন বলেছেন, তাঁরা তিন-চারটি গুলির শব্দ শুনতে পেয়েছেন। হামলাকারীকে পুলিশ গুলি করেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে নিরাপদেই আছেন বলে ডাউনিং স্ট্রিট সূত্রে খবর। এই ঘটনার জেরে হাউস অফ কমন্সের অধিবেশন বাতিল করে দেওয়া হয়েছে। পার্লামেন্টের মধ্যে অন্তত ২০০ জন সদস্য আটকে আছেন। গোটা অঞ্চলে যান এবং ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে ওয়েস্টমিনস্টার ব্রিজের আশেপাশে না আসার অনুরোধ করা হয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এয়ার অ্যাম্বুল্যান্স নিয়ে আসা হয়েছে।
এই ঘটনার জেরে ব্রিটেনে আতঙ্ক ছড়িয়েছে। পার্লামেন্টের ভিতরে যে সমস্ত রাজনীতিবিদ, সাংবাদিক এবং কর্মীরা আছেন, তাঁদের বাইরে না আসার নির্দেশ দেওয়া হয়েছে। ট্যুইটারে রাজনীতিবিদ এবং সাংবাদিকরা জানিয়েছেন, তাঁরা গুলির শব্দ শুনেছেন। একটি গাড়ি সজোরে পার্লামেন্টের বেষ্টনীতে ধাক্কা মারে বলে জানা গিয়েছে। তার আগে এই গাড়ির ধাক্কাতেই ওয়েস্টমিনস্টার ব্রিজের কাছে অন্তত ৫ জন পথচারী আহত হয়েছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা ব্রিটেনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্কটল্যান্ডের পার্লামেন্টের অধিবেশনও বাতিল করে দেওয়া হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement