Ukraine Russia War : নিরীহ নাগরিকদের নির্বিচারে হত্যা, মানব ঢাল হিসেবে সাধারণ মানুষকে ব্যবহার করছে রুশ সেনা
Ukraine Russia War : রাশিয়ার বিরুদ্ধে মানব ঢাল হিসেবে সাধারণ মানুষকে ব্যবহারের অভিযোগ উঠেছে ওবুখোভস্কি শহরে।
Ukrainian villagers say Russians used them as shields : ইউক্রেনে রুশ হামলা অব্যাহত। প্রেসিডেন্ট জেলেনস্কির দাবি, বুচার থেকেও ভয়ঙ্কর বোরোডিয়াঙ্কা শহরের পরিস্থিতি। রুশ সেনা সেখানে নির্বিচারে নিরীহ নাগরিকদের হত্যা করছে বলে ইউক্রেনের প্রেসিডেন্টের দাবি। অন্যদিকে, রাশিয়ার বিরুদ্ধে মানব ঢাল হিসেবে সাধারণ মানুষকে ব্যবহারের অভিযোগ উঠেছে ওবুখোভস্কি শহরে।
সাধারণ মানুষকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে রুশ সেনা
কিভ থেকে ১০০ কিলোমিটার দূরে বেলারুশ সীমান্তের ওবুখোভস্কি শহরের বাসিন্দাদের দাবি, ইউক্রেনীয় সেনার প্রত্যাঘাত থেকে বাঁচতে মানব ঢাল হিসেবে তাদের ব্যবহার করছে রুশ সেনা। এই পরিস্থিতিতে যুদ্ধ থামাতে বিশ্বের অন্য দেশগুলির কাছে রাশিয়ার বিরুদ্ধে আরও কড়া নিষেধাজ্ঞা জারির আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। ৪৩ দিন ধরে চলা সংঘাতে, সাড়ে ৪ হাজার যুদ্ধপরাধের ঘটনা ঘটিয়েছে রাশিয়ার সেনা! দাবি করছে কিভ। শুক্রবারও ইউক্রেনের ক্রামাটর্সক (Kramatorsk) শহরে রেলস্টেশনে মিসাইল হামলা চালায় রাশিয়া। তাতে অন্তত ৩০ জনের মৃত্যু ও ১০০ জনের বেশি আহত হন বলে ইউক্রেনীয় প্রশাসনের দাবি। ডনেৎসকেও রাশিয়ার হামলায় অনেকের মৃত্যুর খবর মিলেছে।
মানবাধিকার পরিষদ থেকে সাসপেন্ড করা হল রাশিয়াকে
ইউক্রেনের বুচায় বর্বরতার জের। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদ থেকে সাসপেন্ড করা হল রাশিয়াকে। প্রস্তাবের পক্ষে ভোট দিল ৯৩টি দেশ। ভোটদানে বিরত রইল ভারত। এদিনই পশ্চিমী দেশগুলিকে রাশিয়ার ওপর আরও চাপ সৃষ্টির আবেদন জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। রাশিয়ার বক্তব্য, প্ররোচনা সত্বেও তারা আলোচনা চালিয়ে যেতে চায়।
আরও পড়ুন :
ভাঁড়ার প্রায় তলানিতে, এপ্রিলেই পেট্রোল-ডিজেল শূন্য হয়ে যেতে পারে শ্রীলঙ্কা
জেলেনস্কির আবেদন
রাশিয়ার বিরুদ্ধে লড়তে আরও বেশি অস্ত্র সম্ভার দিয়ে সাহায্য করুক পশ্চিমী দেশগুলি। এর পাশাপাশি বিভিন্ন দেশে কাছে, রাশিয়ার ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনের ওপরে নিষেধাজ্ঞা বজায় রাখা এবং সমুদ্র বন্দর ব্যবহার করতে না দেওয়ার জন্যও আবেদন জানান জেলেনস্কি।
আলোচনায় আগ্রহী মস্কো
উল্টোদিকে, এদিনই রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ হুঁশিয়ারি দিয়ে বলেন, সব রকম প্ররোচনা সত্বেও ইউক্রেনের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষপাতী মস্কো।