এক্সপ্লোর
ক্রু সহ ১৮০ জন যাত্রী নিয়ে তেহরানে ভেঙে পড়ল ইউক্রেনের বিমান বোয়িং ৭৩৭
প্যারন নামের একটি জায়গায় ইউক্রেন বিমানের ভেঙে পড়ার কথা জানিয়েছে একাধিক আন্তর্জাতিক সংবাদসংস্থা।

তেহরান: উড়ানের পড়েই ভেঙে পড়ল ইউক্রেনের বোয়িং ৭৩৭-৮০০ বিমান। সংবাদসংস্থা সূত্রের খবর অনুযায়ী ওই বিমানে ক্রু সহ ১৮০ জন যাত্রী ছিল। ইরানের সংবাদমাধ্যম প্রকাশিত খবর অনুযায়ী বোয়িং ৭৩৭-৮০০ উড়ানের পরই রাজধানী তেহরানের কাছাকাছি শহরতলিতে ভেঙে পড়েছে। প্যারন নামের একটি জায়গায় ইউক্রেন বিমানের ভেঙে পড়ার কথা জানিয়েছে একাধিক আন্তর্জাতিক সংবাদসংস্থাও।
ফ্লাইটরেডার ও ফ্লাইট ট্র্যাকার অনুযায়ী তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভোর ৫টা ১৫ মিনিটে ওড়ার কথা ছিল ইউক্রেনের আন্তর্জাতিক এয়ারলাইনসের এই বিমানের। তবে উড়ান বিলম্বিত হয় এবং প্রায় ঘণ্টাখানেক পর, ৬ টা বেজে ১২ মিনিটে বিমানটি উড়ান শুরু করে। তার পরই ঘটে এই দুর্ঘটনা। তেহরান থেকে ইউক্রেনের রাজাধানী কিয়েভে যাওয়ার কথা ছিল বোয়িং ৭৩৭-৮০০ বিমানের।Reported video of the #Ukranian airliner #boeing 737 crash. https://t.co/cbSWiSmQcN pic.twitter.com/inmVLBKTyY
— AviatorsMaldives (@AviatorsMaldive) January 8, 2020
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















