এক্সপ্লোর
Advertisement
কূটনৈতিক সাফল্য ভারতের: পাকিস্তানের সঙ্গে যৌথ মহড়া প্রত্যাহার করল রাশিয়া
নয়াদিল্লি: উরিতে সেনা ছাউনিতে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে সরাসরি আক্রমণের রাস্তা বেছে নিয়েছে ভারত। পাকিস্তানকে আন্তর্জাতিক মঞ্চে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করে দেওয়ার লক্ষ্য নিয়েছে ভারত। এরমধ্যে কূটনৈতিক ক্ষেত্রে বড়সড় সাফল্য পেল নয়াদিল্লি। উরি হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সঙ্গে যৌথ সামরিক মহড়া প্রত্যাহার করে নিয়েছে রাশিয়া। মস্কো সাফ জানিয়ে দিয়েছে যে, ভারত সরকারের সন্ত্রাসবাদ মোকাবিলার প্রচেষ্টার ক্ষেত্রে সর্বতোভাবে সমর্থন জানিয়ে যাবে তারা। একইসঙ্গে উরি হামলায় নিহতদের পরিবারবর্গকে সমবেদনা জানিয়েছে রাশিয়া। জখমদের দ্রুত আরোগ্যও কামনা করেছে ভ্লাদিমির পুতিনের দেশ।
উল্লেখ্য, আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত রাট্টু ও চেরাটে পাকিস্তানের সঙ্গে রাশিয়ার যৌথ কৌশলগত মহড়া ‘দ্রুঝবা-২০১৬’ চালানোর কথা ছিল। এ বিষয়ে রাশিয়া সায় দেওয়ার পরই ভারতের বিদেশমন্ত্রক সেদেশের কাছে চিঠি পাঠায়। চিঠিতে বলা হয়, পাকিস্তানের সঙ্গে যৌথ সেনা মহড়া চালানোর ব্যাপারে নয়াদিল্লির স্পর্শকাতরতার বিষয়টি রাশিয়ার মাথায় রাখা উচিত।
এদিন মন্ত্রিসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্যদের নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে প্রধানমন্ত্রীর নির্দেশ, সব আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে বিচ্ছিন্ন করে দেওয়ার লক্ষ্যে সর্বশক্তি প্রয়োগ করুক ভারত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বাংলাদেশ
জেলার
জেলার
Advertisement