এক্সপ্লোর
Advertisement
অসহ্য গরমে দুধের শিশুকে ঘরে ফেলে পোকেমন গো খেলতে বেরিয়ে গ্রেফতার দম্পতি
লস অ্যাঞ্জেলেস: বাড়িতে একা আড়াই বছরের শিশু। খিদে-তেষ্টায় কাতর। শিশুটির এই অসহায় অবস্থা দেখে পুলিশকে ফোন করলেন এক প্রতিবেশী। পুলিশ এসে যা জানল, তা রীতিমতো তাজ্জব করে দেওয়ার মতো। দুধের শিশুকে একা ফেলে রেখে বাবা-মা দুজনেই অনলাইন গেম পোকেমন গো খেলায় মশগুল। গাড়িতে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই লোকেশন বেসড অগমেন্টেড রিয়েলিটি গেমের পোকেমন শিকারে ব্যস্ত। বাড়িতে যে দুধের শিশুকে তাঁরা ফেলে এসেছেন, সেই হুঁশটুকু পর্যন্ত নেই।
পুলিশ জানিয়েছে, ওই দম্পতির নাম ব্রেন্ট ডালি (২৭) এবং ব্রিয়ানি ডালি। অ্যারিজোনার স্যান ট্যান ভ্যালির বাড়িতে আড়াই বছরের সন্তানকে রেখে বেমালুম পোকেমন খেলতে বেরিয়ে পড়েন। অসহ্য গরম। কিন্তু শিশুর কাছে জল বা খাবারও রেখে যাননি তাঁরা। ওই দম্পতির বিরুদ্ধে শিশুকে অবহেলা ও বিপদে ফেলে দেওয়ার অভিযোগ দায়ের করা হয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর।তাঁদের গ্রেফতার করা হয়েছে।
গত বৃহস্পতিবার এক প্রতিবেশীর ফোন পেয়ে সকাল সাড়ে দশটা নাগাদ বাড়িতে একাকী অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে পুলিশ। ওই প্রতিবেশী পুলিশকে জানান, একটি শিশুকে মনে হচ্ছে কেউ ফেলে চলে গেছে।
ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেখে সামনের উঠোনে বাড়ির দরজা ঠেলে ভেতরে ঢোকার চেষ্টা করছে শিশুটি। সে চিৎকার করছে, কাঁদছে। পায়ে কোনও জুতো নেই। মুখ-চোখ তীব্র গরমে লাল হয়ে গিয়েছে। দরদর করে ঘামছে। প্রায় দেড় ঘন্টা আগে তাকে ফেলে তার বাবা-মা পোকেমন গো গেম খেলতে বেরিয়ে যায়।বাড়ির ভেতরে ঢুকে ব্রেন্টের ফোন নম্বর খুঁজে পায় পুলিশ। তাঁকে পুরো ঘটনা জানানো হয়। নিতান্ত অবহেলা ভরে ব্রেন্ট পুলিশকে বলে, সামান্য ব্যাপার। এরপরই দম্পতি বাড়িতে ফিরে আসেন। তাঁরা স্বীকার করে নেন যে, পোকেমন গেম খেলতে তাঁরা আশেপাশের এলাকায় গাড়িতে ঘুরে বেড়াচ্ছিলেন। পিনাল কাউন্টির শেরিফ বলেছেন, ওই দম্পতি যা করলেন, তা কল্পনার বাইরে। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
জেলার
Advertisement