এক্সপ্লোর
Advertisement
আফগানিস্তানে আইএস ঘাঁটিতে বৃহত্তম অ-পারমানবিক বোমা ফেলল আমেরিকা
ওয়াশিংটন: আফগানিস্তানে আইএসআইএস-এর ঘাঁটিতে বৃহত্তম অ-পারমানবিক বোমা ফেলল মার্কিন সেনাবাহিনী। এই নন-নিউক্লিয়ার বোমকে 'মাদার অফ অল বম্বস' নামে ডাকা হয়। বোমাটি ২০ ফুট লম্বা। বিস্ফোরণের আগে মাটি ভেদ করে ২০০ ফুট গভীরে এবং কংক্রিট ভেদ করে ৬০ ফুট গভীরে ঢুকে যাওয়ার ক্ষমতা রয়েছে বোমাটির। গুহা বা সুড়ঙ্গে আঘাত হানার ক্ষেত্রে এই বোমা সেরা অস্ত্র। ২০০৩ সালে ইরাক যুদ্ধের শুরুতে প্রথমবার এই বোমা পরীক্ষা করা হয়েছিল। এত বছর পরে সেই বোমা ফেলা হল।
পেন্টাগনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৭.৩২ মিনিটে এই বোমা ফেলা হয়েছে। জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট বোমা ফেলা হয়েছে পাকিস্তান সীমান্তের খুব কাছে নানাগড় প্রদেশের অচিন জেলায়। এই প্রথম আইএস-এর বিরুদ্ধে এই ধরনের আক্রমণ করল মার্কিন সেনাবাহিনী। আইএস জঙ্গিরা সুড়ঙ্গ ও পাহাড়ের গুহায় যে ঘাঁটি গেড়েছে, সেখানেই বৃহত্তম বোমা ফেলা হয়েছে।
পেন্টাগনের মুখপাত্র অ্যাডাম স্টাম্প বলেছেন, ওই বোমের ওজন ২১,৬০০ পাউন্ড। এর মধ্যে ১১ টন বিস্ফোরক আছে। জিপিএস নিয়ন্ত্রিত এই বোমা নিখুঁতভাবে আইএসআইএস-খোরাসান টানেল কমপ্লেক্সে লক্ষ্যে আঘাত করেছে। এমসি-১৩০ যুদ্ধবিমানের মাধ্যমে ওই বোমা ফেলা হয়েছে। মার্কিন বিমানবাহিনীর বিশেষ অপারেশন কমান্ড এই অভিযানের নেতৃত্বে ছিল।
আইএসআইস-খোরাসান আইডি, বাঙ্কার, সুড়ঙ্গ ব্যবহার করে মার্কিন ও আফগান সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। তাদের পরাস্ত করার জন্য লড়াই চলছে। মার্কিন ও আফগান সেনাবাহিনীর ঝুঁকি কমানোর জন্যই এই বোমা ফেলা হল। সাধারণ মানুষের যাতে কোনওরকম ক্ষতি না হয়, সেটা দেখেই বোমাটি ফেলা হয়েছে। আফগানিস্তানে আইএসআইএস-এর বিরুদ্ধে মার্কিন সেনাবাহিনীর অভিযান চলবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement