এক্সপ্লোর
Advertisement
ট্রাম্পের নিষেধাজ্ঞার ওপর স্থগিতাদেশ প্রত্যাহারের আর্জি খারিজ ফেডারেল আদালতেও
ওয়াশিংটন: সাত মুসলিম অধ্যুষিত দেশকে অভিবাসী ও শরনার্থীদের ওপর সাময়িক নিষেধাজ্ঞা সংক্রান্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডার পুনর্বহালের আর্জি সর্বসম্মতিক্রমে খারিজ করে দিল মার্কিন ফেডারেল অ্যাপিল আদালতও। আদালতে বড়সড় ধাক্কা খেয়ে ক্ষুব্ধ ট্রাম্প। তাঁর প্রতিক্রিয়া,'এটা রাজনৈতিক সিদ্ধান্ত'।
ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে আদালতে সওয়াল করা হয়েছিল যে, উগ্র ইসলামি জঙ্গিদের মার্কিন মুলুকে প্রবেশ রোখার ক্ষেত্রে ওই এক্সিকিউটিভ অর্ডার একটা বড়মাপের সিদ্ধান্ত। কিন্তু ওই যুক্তি ধোপে টেকেনি তিন বিচারপতির বেঞ্চের কাছে।
সান ফ্রান্সিসকো নবম অ্যাপিল আদালতের এই নির্দেশের পর ট্যুইটারে ট্রাম্পের ক্ষুব্ধ প্রতিক্রিয়া, 'আপনাদের সঙ্গে আদালতেই দেখা হবে। দেশের নিরাপত্তা বিপন্ন'।
উল্লেখ্য, ওয়াশিংটন রাজ্যের আবেদন ক্রমে সিয়াটেলের ফেডারেল আদালত ট্রাম্পের নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ জারি করেছিল। ওই স্থগিতাদেশ প্রত্যাহারের আর্জি জানিয়ে ফেডারেল অ্যাপিল আদালতের দ্বারস্থ হয়েছিল ট্রাম্প প্রশাসন।
আদালতের এই নির্দেশে খুশি ট্রাম্পের রাজনৈতির প্রতিপক্ষ ও মানবাধিকার গোষ্ঠীগুলি। ইন্দো-ভারতীয় কংগ্রেস সদস্য প্রমীলা জয়াপাল বলেছেন, এই রায়ে সংবিধানেরই জয় হল।
উল্লেখ্য, ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডারের বিরুদ্ধে যাঁরা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তাঁদের অন্যতম এই ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement