এক্সপ্লোর
ভারতের দৃষ্টিভঙ্গি থেকে পাকিস্তানকে দেখা উচিত নয় আমেরিকার, দাবি শাহ মেহমুদ কুরেশির

ইসলামাবাদ: ‘আমাদের (পাকিস্তান-মার্কিন যুক্তরাষ্ট্র) সাত দশকের পুরনো দ্বিপাক্ষিক সম্পর্ককে ভারতের ‘চোখ’ দিয়ে বা আফগানিস্তানের দৃষ্টিভঙ্গি থেকে দেখা উচিত নয় মার্কিন যুক্তরাষ্ট্রের।’ এমনই দাবি করলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। তিনি বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের ধীরে ধীরে উন্নতি হচ্ছে। আমি মার্কিন যুক্তরাষ্ট্রের আধিকারিকদের স্পষ্ট জানিয়ে দিয়েছি, পাকিস্তান চায় ওয়াশিংটনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে উঠুক পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে। তবে পাকিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সব মতপার্থক্য একদিনেই মিটে যাবে, এটা আশা করা ভুল।’ এ বছরের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে তীব্র আক্রমণ করে বলেন, ইসলামাবাদের কাছ থেকে মিথ্যা ও প্রতারণা ছাড়া আর কিছুই পায়নি ওয়াশিংটন। সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে পাকিস্তান। ট্রাম্পের এই তোপের পরেই পাকিস্তানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি হয়েছে। তবে কুরেশির দাবি, পাকিস্তানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক সহজে খারাপ হবে না। পরিস্থিতি ও প্রয়োজনীয়তার বদল হলেও, এই অঞ্চলে শান্তি ও স্থিতাবস্থার ক্ষেত্রে পাকিস্তানের অবদান ভুলে গেলে চলবে না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















