Viral News: গাছ থেকে অনবরত বেরিয়ে যাচ্ছে জল! কীভাবে ঘটছে এই অবিশ্বাস্য কাণ্ড?
Montenegro: পৃথিবীতে নানা আশ্চর্য ঘটনা দেখা যায়। তেমনই একটি ঘটনা দেখা গেল দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ মন্টেনেগ্রোয়। একটি শতবর্ষ প্রাচীন গাছ থেকে কয়েকদিন ধরে বেরিয়ে আসছে জল।
পডগরিকা: অবিশ্বাস্য! গাছ থেকে একটানা বেরিয়ে চলেছে জল। সেই জলে ভেসে গিয়েছে গাছটির চারপাশ। জলের তোড় এমনই, সেই জলে চোখ-মুখ ধুয়ে নেওয়া যাচ্ছে। না, কোনও বুজরুকি বা লোক ঠকানোর ঘটনা নয়, গাছ থেকে জল বেরিয়ে যাওয়ার এই দৃশ্য দক্ষিণ-পূর্ব ইউরোপের (South Eastern Europe) দেশ মন্টেনেগ্রোর (Montenegro)। সেদেশের একটি তুঁত গাছ থেকে এভাবে জল বেরিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেকেই এই ভিডিও শেয়ার করছেন, নানা মন্তব্যও করছেন।
শতবর্ষ প্রাচীন গাছ থেকে বেরোচ্ছে জল
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, যে গাছ থেকে এভাবে জল বেরোচ্ছে, সেটি ১০০ বছরের পুরনো একটি তুঁত গাছ (Mulberry tree)। প্রতি বছরই কয়েকদিন ধরে এই গাছ থেকে এভাবে জল বেরোতে দেখা যায়। কী কারণে এভাবে গাছ থেকে জল বেরোয়, সেটা বলতে পারছেন না স্থানীয়রা। তবে তাঁরা সবাই এই ঘটনায় হতবাক।
গাছের তলায় জলধারা, মত পরিবেশবিদদের
পরিবেশবিদদের দাবি, বৃষ্টি হলে অনেক সময় এরকম হয়। টানা কয়েকদিন ধরে বৃষ্টি হলে বড় বা ছোট গাছের কাণ্ড থেকে জল বেরিয়ে আসতে দেখা যায়। যে তুঁত গাছটি থেকে জল বেরোতে দেখা যাচ্ছে, সেই গাছটির আশেপাশে মাটির তলায় অনেকগুলি জলের ধারা রয়েছে। কয়েকদিন ধরে টানা বৃষ্টি হওয়ার ফলে সেই জলের ধারাগুলি ফুলেফেঁপে উঠেছে। জলের চাপে গাছটির কাণ্ড জলে ভরে গিয়েছে। গাছটির কাণ্ড এখন কয়েক ফুট জলের তলায়। তার ফলেই গাছটির কাণ্ড থেকে এভাবে জল বেরিয়ে আসছে।
আমির হাকরামাজ নামে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, ‘গত ২০-২৫ বছর ধরে এভাবে গাছ থেকে জল বেরোতে দেখা যাচ্ছে। হয়তো বা এই ঘটনা আরও পুরনো। এই গাছটির বয়স অন্তত ১০০ বছর। অনেকের মতে, গাছটির বয়স ১৫০ বছর। গাছটির কাণ্ডের মাঝামাঝি অংশে ফাটল তৈরি হয়েছে। সেই ফাটলের মধ্যে দিয়ে মাটির তলা থেকে জল উঠছে। সেই জলই গাছটির কাণ্ডের মধ্যে থেকে বাইরে আসছে এবং সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে।’