এক্সপ্লোর
Advertisement
‘আমরা খুব গরিব, অর্থ দরকার, প্রয়োজনীয় ফাইল থাকলে ফেরত পাঠিয়ে দেব’, ল্যাপটপ চুরি করে ক্ষমা চেয়ে ইমেল চোরের
নয়াদিল্লি: চুরির পর ক্ষমা চেয়ে ইমেল পাঠাল চোর! এমনই অদ্ভুত ঘটনা ঘটেছে ইংল্যান্ডের বার্মিহামে। এক ছাত্রের ল্যাপটপ চুরির পর ইমেল পাঠিয়ে ক্ষমা চাইল চোর। এমনকি, বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার কোনও গুরুত্বপূর্ণ ফাইল যদি ল্যাপটপে থাকে, তা জানালে ফেরত দেওয়ার প্রস্তাবও দিয়েছে ওই চোর।
চুরির ঘটনার চোরের ওপর রাগ হওয়াটা খুবই স্বাভাবিক। এক্ষেত্রে কিন্তু অপরাধ করলেও এই চোরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় রসিকতা শুরু হয়েছে । ইমেলে সে লিখেছে, আমরা খুবই গরিব, তাই অর্থের দরকার। আমি তোমার মোবাইল ফোন ও ওয়ালেট রেখে যাচ্ছি। আশা করছি, এতে কিছু কাজ চালিয়ে নিতে পারবে।
চোর আরও লিখেছে, বুঝতে পেরেছি যে, তুমি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। যদি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার কাজের মতো কোনও ফাইল থাকে, তাহলে আমাকে জানাবে এবং আমি তা ফেরত পাঠিয়ে দেব। আরও একবার দুঃখপ্রকাশ করছি। চোরের এই বার্তার পর রাগ তো দূরস্থান, সোশ্যাল মিডিয়ায় অনেকেই চোরের প্রতি সহানুভূতি প্রকাশ করেছে। চোরের ওই ইমেল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বার্মিহামের স্টিভ ভ্যালেন্টাইন। তিনি ওই বিশ্ববিদ্যালয় পড়ুয়ার সঙ্গে একই ফ্ল্যাটে থাকেন। স্টিভ জানিয়েছেন, তাঁর ফ্ল্যাটমেটের যে ল্যাপটপ ছিল, তাতে তাঁর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা সংক্রান্ত অনেক নথি ছিল। সেই ল্যাপটপ হারিয়ে চোর কী ধরনের ইমেল পাঠিয়েছে, তা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টটি করেন স্টিভ। সঙ্গে সঙ্গে স্টিভের পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে সব মজার মজার মন্তব্য। অনেকেই বিশ্ববিদ্যালয় পড়ুয়াকে সান্ত্বনা দিয়ে বলেছেন, কমপক্ষে চোর তো নিজের পরিস্থিতির কথা জানিয়েছে। একজন লিখেছেন, এমন ভালো চোর আমি এর আগে কখনও দেখিনি।So my flat mates laptop got stolen today, please pree what the thief sent him 😂😂😂😂 pic.twitter.com/pDhhpmncPz
— Stevie Valentine (@StevieBlessed) November 28, 2018
A sympathetic criminal. We stan.
— isa (@moisturizeds) November 28, 2018
And they say there’s no honor amongst thieves smh
— Preston (@Press107Preston) November 28, 2018
This must be the spirit of the thief that followed Jesus into paradise...lol
— Sunesis (@mrsunesis) November 28, 2018
I actually feel so bad for the theif lol
— Mojimorire👑 (@JireAgbetunsin) November 28, 2018
Negotiate with him, he’s really In need not saying stealing is appropriate but you can offer him a deal to return for a cash or something circumstances get us to do ish we not proud of. 😞
— Ich heiße Kojo (@_abSarpong) November 28, 2018
Generous thief 🙌
— Mr Zenia (@AgboEmm03462344) November 28, 2018
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিনোদনের
Advertisement