এক্সপ্লোর
Advertisement
পাঁচ তলার বারান্দা থেকে ঝুলছে শিশু, প্রাণের ঝুঁকি নিয়ে খুদেকে বাঁচালেন এই তরুণ, ভিডিও ভাইরাল
প্যারিস: একটি বহুতলের পাঁচতলার বারান্দা থেকে পা পিছলে পড়ে যায় এক চার বছরের শিশু। পিছলে যাওয়ার মুহূর্তে কোনওরকমে সে পাঁচতলার বারান্দার রেলিং ধরে ঝুলে যায়। কিন্তু তারপর সেখান থেকে তাকে বাঁচানো ছিল কার্যত অসাধ্য কাজ। সেই অসাধ্য সাধন করলেন এক তরুণ। দুবার না ভেবে প্রাণের ঝুঁকি নিয়ে একের পর এক তলার বারান্দার রেলিং টপকে পাঁচতলায় উঠে ৪ বছরের শিশুর প্রাণ রক্ষা করলেন ওই তরুণ। পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি হয়েছে। দেখুন সেই শ্বাসরুদ্ধকর মুহূর্তের ভিডিওটি।
Watch 22 year old Mamoudou Gassama heroically scaling four stories of a building when he sees a toddler about to fall to a certain death. When he began climbing the neighbors did not have ahold of the child’s arm yet. pic.twitter.com/67EsUmzwFN
— Ray [REDACTED] (@RayRedacted) May 28, 2018
Here is a photo of the hero. pic.twitter.com/HR47TL4GDU
— Ray [REDACTED] (@RayRedacted) May 28, 2018
ঘটনাটি ঘটেছে ফ্রান্সের প্যারিসে। প্যারিসের স্থানীয় সময় শনিবার রাত ৮টা নাগাদ ঘটনাটি ঘটে। বাচ্চাটিকে বাঁচিয়েছেন পশ্চিম আফ্রিকার দেশ মালি থেকে আসা এক তরুণ। তরুণের এই সাহসকে কুর্ণিশ জানাতে ফ্রান্সের প্রেসিডেন্ট তাঁকে ফ্রান্সের পাকাপাকি নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন। এই সাহসিকতার কাজটি যিনি করেছেন, তাঁর নাম মামুদাউ গাসামা। ওই তরুণ বাচ্চাটিকে বারান্দা দিয়ে ঝুলতে দেখে, কার্যত কয়েক সেকেন্ডের মধ্যেই বহুতলের পাঁচ তলায় পৌঁছন। নীচে তখন অসংখ্য মানুষের ভিড়। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার হওয়ার পর কয়েক লক্ষবার সেটা সকলে দেখে নিয়েছেন।More details. pic.twitter.com/DZ2Lgcucmi
— Ray [REDACTED] (@RayRedacted) May 28, 2018
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement