এক্সপ্লোর
‘লেবাননে চলে যাও’, মার্কিন যুক্তরাষ্ট্রে শিখ তরুণীকে হুমকি শ্বেতাঙ্গর
![‘লেবাননে চলে যাও’, মার্কিন যুক্তরাষ্ট্রে শিখ তরুণীকে হুমকি শ্বেতাঙ্গর White Man Shouts Go Back To Lebanon To Sikh American Girl ‘লেবাননে চলে যাও’, মার্কিন যুক্তরাষ্ট্রে শিখ তরুণীকে হুমকি শ্বেতাঙ্গর](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/03/25154649/little-salon_1490431770.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নিউ ইয়র্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূতদের উপর জাতিবিদ্বেষমূলক হামলা অব্যাহত। এবার হেনস্থার শিকার হলেন এক শিখ তরুণী। মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়া সত্ত্বেও পশ্চিম এশিয়ার অভিবাসী মনে করে তাঁকে হেনস্থা করলেন এক শ্বেতাঙ্গ। ওই তরুণীকে বলা হল, ‘তুমি এই দেশের না। লেবাননে চলে যাও’।
মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর, রাজপ্রীত হেয়ার নামে এই তরুণী কয়েকদিন আগে সাবওয়ে ট্রেনে চেপে ম্যানহাটনে এক বন্ধুর জন্মদিনের পার্টিতে যাচ্ছিলেন। সেই সময়ই তাঁকে হেনস্থা করা হয়। ওই শ্বেতাঙ্গ ব্যক্তি তাঁকে উদ্দেশ্য করে বলেন, ‘নৌসেনাদের কেমন দেখতে হয় জানো? তারা এই দেশের জন্য কী করে, কীসের উপর নজরদারি চালায় সেটা জানো? তোমাদের মতো লোকজনের জন্যই ওরা আছে। তুমি এ দেশের কেউ না। লেবাননে চলে যাও।’
এশিয়ায় যেমন লেবানন নামে একটি দেশ আছে, মার্কিন যুক্তরাষ্ট্রেও তেমনই লেবানন নামে একটি শহর আছে। তার ৩০ মাইল দূরে একটি অঞ্চলে জন্ম রাজপ্রীতের। এই তরুণীর অভিযোগ, মার্কিন যুক্তরাষ্ট্রে সম্প্রতি জাতিবিদ্বেষ ক্রমশঃ হিংসাত্মক রূপ ধারণ করছে। তবে ওই শ্বেতাঙ্গ ব্যক্তি তাঁকে হেনস্থা করলেও, অন্য সহযাত্রীরা সাহায্যে এগিয়ে আসেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)