এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
ক্যালিফোর্নিয়ার সবচেয়ে উঁচু সেতুর ওপর দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে ৬০ ফুট নীচে পড়েও বেঁচে গেলেন মহিলা
ওয়াশিংটন: ক্যালিফোর্নিয়ার সবচেয়ে উঁচু সেতুর ওপর দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে এক মহিলা পা পিছলে ষাট ফুট নীচে পড়ে যান। যদিও এবার ভাগ্য জোড়ে বেঁচে গিয়েছেন সেই মহিলা।
ক্যালিফোর্নিয়ার উবার্ন এলাকার ফরেস্ট হিল সেতুর ওপর দাঁড়িয়ে ওই মহিলা সেলফি তুলছিলেন। এমনিই সেতুর ওই এলাকাটি বিপজ্জনক বলেই চিহ্নিত। সেখান থেকে ভারসাম্য হারিয়ে হঠাত্ ৬০ ফুট নীচে পড়ে যান ওই মহিলা। আপাতত তিনি হাসপাতালে চিকিত্সাধীন, দাবি প্লেসার কাউন্টি শেরিফের এক আধিকারিকের।
মহিলার এক বন্ধু জানিয়েছেন, তাঁর বন্ধু ওপর থেকে পড়ে আপতত জ্ঞান হারিয়েছেন। এখনও তাঁর জ্ঞান ফেরেনি। হাতে গুরুতর চোট রয়েছে এবং হাড় ভেঙে গেছে। অস্ত্রোপচারের পর তাঁকে হাসপাতল থেকে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।
মহিলার বন্ধুই জানিয়েছেন, তাঁরা সেতুর ওপর দাঁড়িয়ে সেলফি তুলছিলেন। সেলফিটি আরও নিঁখুত করার নেশায় বড় পাথর যেগুলো সেতুর বিমগুলোকে ধরে রেখেছে, তারওপর উঠে পড়েন ওই মহিলা। এরপরই ভারসাম্য হারিয়ে পিছনে দিক করে উল্টে পড়ে যান ওই মহিলা।
এরপর ওই সেতুর ওপর নোটিস লাগিয়ে দেওয়া হয় ক্যালিফোর্নিয়া কাউন্টির পুলিশের তরফে। সেখানেই তাঁরা লিখে দেন সাবধানে সেলফি তুলবেন, আপনার প্রাণও যেতে পারে। সেলফির চেয়ে আপনার জীবনের মূল্য বেশি নয়।
৭৩০ ফুট লম্বা এই সেতু ক্যালিফোর্নিয়ারতো বটেই মার্কিন যুক্তরাষ্ট্রেরও অন্যতম লম্বা সেতু। সেতুর তলার ওয়াকওয়েটা আপাতত জনসাধারণের জন্যে বন্ধ রাখা হয়েছে। কাউকে যদি ওই এলাকায় এরপরও ক্যাটওয়াক করতে দেখা যায়, তাহলে অবিলম্বে সেই ব্যক্তিকে গ্রেফতারির নোটিস জারি করা হয়েছে স্থানীয় প্রশাসনের তরফে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement