জন্মেই করোনায় আক্রান্ত! চিকিৎসায় মিলেছে সাড়া, ‘বিপদমুক্ত’ নবজাতক
গ্রেট ব্রিটেনে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩৫ জনের।
![জন্মেই করোনায় আক্রান্ত! চিকিৎসায় মিলেছে সাড়া, ‘বিপদমুক্ত’ নবজাতক Youngest coronavirus victim is out of danger and recovering জন্মেই করোনায় আক্রান্ত! চিকিৎসায় মিলেছে সাড়া, ‘বিপদমুক্ত’ নবজাতক](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/03/14222855/coronavirus26.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
লন্ডন: গ্রেট ব্রিটেনে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩৫ জনের। আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৭২। এদের মধ্যে রয়েছে এক নবজাতকও। ‘দ্য সান’ প্রকাশিত খবর অনুযায়ী লন্ডনে একটি হাসপাতালে করোনায় আক্রান্ত নবজাতকের চিকিৎসা চলছে। হাসপাতালের তরফে জানানো হয়েছে ওই নবজাতক চিকিৎসায় সাড়া দিয়েছে। এখন শিশুটি ‘বিপদমুক্ত’।
একটি ব্রিটিশ ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী, নবজাতকটি জন্মের পরই কাশি ও হাঁচির মতো সমস্যায় ভুগতে শুরু করে। সঙ্গে সঙ্গেই শিশুর পরীক্ষা করা হয়। তারপরই শুরু হয় চিকিৎসা। ওই প্রতিবেদনে এও বলা হয়, শিশুটির মা নিউমোনিয়ায় আক্রান্ত। আর তা জানা যায় শিশুর পরীক্ষার পরই। এরপর মায়েরও চিকিৎসা শুরু হয়েছে। উল্লেখ্য, মা ও নবজাতকের আলাদা আলাদা হাসপাতালে চিকিৎসা চলছে। এই ঘটনা প্রসঙ্গেই চিকিৎসকরা জানিয়েছে গর্ভবতী মহিলা ও গর্ভস্থ সন্তানেরও করোনায় আক্রান্ত হওয়ার সম্ভবনা রয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)