সুশীল কুমারের আখড়ায় নৃশংসতার ছবি, মৃত তরুণ কুস্তিগীর
অস্বাভাবিক খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। প্রশ্ন উঠছে কুস্তিগীর সুশীল কুমারের ভূমিকা নিয়েও।
নয়াদিল্লি: কুস্তির আখড়ায় এবার নৃশংসতার ছবি। বচসার জেরে প্রাণ গেল তরুণ কুস্তিগীরের। অভিযোগ, স্টেডিয়ামেই খুন করা হয়েছে বছর ২৩-এর ওই কুস্তিগীরকে। তাঁর দুই বন্ধুকেও মারধর করা হয়েছে বলে খবর। ঘটনা উত্তর পশ্চিম দিল্লির মডেল টাউন এলাকায় ছত্রসাল স্টেডিয়ামের। এই ঘটনায় অস্বাভাবিক খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। প্রশ্ন উঠছে কুস্তিগীর সুশীল কুমারের ভূমিকা নিয়েও।
ঠিক কী ঘটেছিল?
দিল্লি পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে থানায় ফোন করে জানানো হয়, ছত্রসাল স্টেডিসামে দুই ব্যক্তির মধ্যে বচসায় তাতে জখম হয়েছেন একজন। আহত ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় অন্য একটি হাসপাতালে। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মৃত্যু হয় ওই যুবকের।
জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম সাগর কুমার। উত্তর পশ্চিম দিল্লির অতিরিক্ত পুলিশ সুপার গুরিকবাল সিংহ সিন্ধু জানিয়েছেন, দিল্লি পুলিশের একজন হেড কনস্টেবলের ছেলে মৃত কুস্তিগীর সাগর কুমার। মৃত্যুর আসল কারণ এখনও জানা যায়নি বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ জানিয়েছে, সাগরের আহত দুই বন্ধু চিকিৎসায় সাড়া দিচ্ছেন।
এদিকে দীর্ঘদিন ধরে ওই ছত্রসাল স্টেডিয়ামে অনুশীলন করেন সুশীল কুমার। ঘটনায় নাম জড়িয়েছে তাঁরও। গতকাল তিনি সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, ওই যুবক মধ্যে কেউ ওই আখড়ার নন। তিনি বলেন, ‘ওরা আমাদের আখড়ার কুস্তিগীর ছিল না। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছিল। ওঁরা লাফিয়ে আমাদের আখড়ায় ঢুকে পড়েছিল। সেখানেই দুপক্ষের মধ্যএ বচসা হয় এবং তা মারামারির পর্যায় পৌঁছয়। সঙ্গে সঙ্গে এই ঘটনা পুলিশ আধিকারিকদের জানিয়েছিলাম। এই ঘটনার সঙ্গে আমাদের স্টেডিয়ামের কোনও যোগ নেই।’,
উল্লেখ্য, দুবারের অলিম্পিক জয়ী কুস্তিগীর সুশীল কুমার। ২০১২ সালে লন্ডন জিতেছিলেন সুশীল কুমার। বেজিং অলম্পিকি ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। দেশ তো বটেই সারা বিশ্বে কুস্তিগীর হিসেবে পরিচিত সুশীল কুমার। তাঁর আখড়ায় এই ধরনের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে সব মহলে।