এক্সপ্লোর
Advertisement
পুরুলিয়ায় উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ, লকডাউনে ৮ মাস বেতন মেলেনি, অনটনে আত্মহত্যা, দাবি পরিবারের
পরিবার সূত্রে খবর, ইসলাম বেসরকারি সংস্থায় নৈশ প্রহরীর কাজ করতেন। কিন্তু লকডাউন চলায় গত ৮ মাস ধরে বেতন পাননি তিনি। ফলে সংসারে আর্থিক অনটন বাড়তে থাকে।
পুরুলিয়া: পুরুলিয়ার রঘুনাথপুরে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ। লকডাউন চলায় ৮ মাস ধরে বেতন না মেলায় আর্থিক অনটনে তিনি আত্মঘাতী হয়েছেন বলে দাবি করেছে ইসলাম আনসারি নামে ওই যুবকের পরিবার। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। করোনা মোকাবিলায় বিশ্বের দীর্ঘতম লকডাউন দেখেছে এই দেশ, যাতে কাজ হারিয়েছেন অসংখ্য মানুষ। কেন্দ্রের একটানা লকডাউনের সিদ্ধান্ত সমর্থন করেছেন অনেকে। তবে দীর্ঘ লকডাউনের সমালোচনাও কম হয়নি। এই প্রেক্ষিতেই পুরুলিয়ায় ঘটেছে মর্মান্তিক ঘটনাটি। ইসলামের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে রঘুনাথপুর থানা এলাকার গোপীনাথপুরে। ইসলামের স্ত্রী, তিনটি নাবালিকা কন্যা রয়েছে। লকডাউনের জন্যই পরিবারটি কি পথে বসল, প্রশ্ন উঠেছে।
দ্বাদশীর সকালে উদ্ধার হয় ২৪ বছর বয়সি ওই যুবকের ঝুলন্ত দেহ। পরিবার সূত্রে খবর, ইসলাম বেসরকারি সংস্থায় নৈশ প্রহরীর কাজ করতেন। কিন্তু লকডাউন চলায় গত ৮ মাস ধরে বেতন পাননি তিনি। ফলে সংসারে আর্থিক অনটন বাড়তে থাকে। মঙ্গলবার এক আত্মীয়র বিয়ে ছিল। বিয়েতে টাকা দেওয়ার কথা থাকলেও দিতে পারেননি বলে জানিয়েছেন ইসলামের কাকা রুম আনসারি। মৃতদেহ উদ্ধারের পর পুরুলিয়ার দেবেন মাহাতো সদর হাসপাতালে ময়নাতদন্ত করা হয়। রঘুনাথপুর থানার পুলিশ জানিয়েছে, পরিবারের দাবি খতিয়ে দেখা হচ্ছে। ঠিক কী কারণে এই ঘটনা ঘটল তা তদন্ত করা হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement