এক্সপ্লোর
Advertisement
দোকানের সামনে বেলাগাম ভিড় এড়াতে মদের হোম ডেলিভারির প্রস্তাব জোম্যাটোর
লকডাউনের তৃতীয় দফার শুরুতেই নন কনটেনমেন্ট জোনে মদের দোকান খোলার অনুমতি দেয় কেন্দ্র। তারপরই রাজধানী দিল্লি সহ বিভিন্ন রাজ্যে মদের দোকানে লাইন পড়ে যায়।
নয়াদিল্লি: কনটেনমেন্ট জোন ছাড়া দেশের বিভিন্ন জায়গায় খুলছে মদের দোকান। ভিড়ও হচ্ছে লাগামছাড়া। সুরাপ্রেমীদের সামলাতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও করা হচ্ছে বিভিন্ন জায়গায়। এই পরিস্থিতিতে বাড়ি বসেই যদি দেওয়া যেত অর্ডার? পাওয়া যেত হোম ডেলিভারি? এবার এই পরিষেবা দিতে পারে ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটো। খবর সংবাদ সংস্থা সূত্রের।
লকডাউনে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরনোয় নিষেধাজ্ঞা। সেই সুযোগকে কাজে লাগিয়েই বাড়ি বাড়ি মুদিখানার সামগ্রী, জরুরি প্রয়োজনীয় জিনিস সরবরাহ করছে জোম্যাটো, সুইগি। এবার সুরা ঘরের দরজায় পৌঁছে দেওয়ার পরিকল্পনায় জোম্যাটো।
এখনও এ দেশে অনলাইনে মদ অর্ডার ও ডেলিভারি হয় না। কিন্তু বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ইন্টারন্যাশনাল স্পিরিট অ্যান্ড ওয়াইন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া জোম্যাটো ও অন্যান্য ফুড ডেলিভারি সংস্থার সঙ্গে এই ব্যবস্থা চালু করার জন্য চেষ্টা চালাচ্ছে।
লকডাউনের তৃতীয় দফার শুরুতেই নন কনটেনমেন্ট জোনে মদের দোকান খোলার অনুমতি দেয় কেন্দ্র। তারপরই রাজধানী দিল্লি সহ বিভিন্ন রাজ্যে মদের দোকানে লাইন পড়ে যায়। ১০০-১৫০ জনেরও বেশি লোক লাইনে দাঁড়ায়। ভিড় ঠেকাতে কোথাও কোথাও পুলিশকে ব্যবস্থা নিতে হয়। দিল্লি সরকার মদের এমআরপির উপর বাড়তি করোনাভাইরাস ফি চাপায়। তাতেও সুরাপ্রেমীদের উৎসাহে ভাটা পড়েনি। বরং সামাজিক দূরত্বের কথা ভুলেই মানুষ ঝাঁপিয়ে পড়ে মদের দোকানে। তাই এই পরিস্থিতিতে জোম্যাটোর মতো সংস্থার হোম ডেলিভারি করার প্রস্তাব অনুমোদিত হলে মদের দোকানে ভিড় কমতে পারে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
আন্তর্জাতিক
Advertisement