![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Viral Video: ব্যাঙ্কে হুট করে ঢুকে পড়ল একটি ষাঁড় ! তারপর কী হল ? দেখুন ভিডিয়ো
Bull in SBI Branch: উত্তরপ্রদেশের উন্নাও জেলার শাহগঞ্জ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শাখার ঘটনা। বুধবার দুপুরে হঠাৎ করেই সেই ব্যাঙ্কের মধ্যে ঢুকে পড়ে আস্ত একটি ষাঁড়। তারপর কী ঘটল ?
![Viral Video: ব্যাঙ্কে হুট করে ঢুকে পড়ল একটি ষাঁড় ! তারপর কী হল ? দেখুন ভিডিয়ো a Bull enters inside SBI Bank in Uttar Pradesh’s Unnao, watch viral video Viral Video: ব্যাঙ্কে হুট করে ঢুকে পড়ল একটি ষাঁড় ! তারপর কী হল ? দেখুন ভিডিয়ো](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/11/4d327156d22f0903c4d989c347ec591e1704950824965900_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: আশ্চর্য ঘটনা ! ব্যাঙ্ক অ্যাকাউন্ট কি দরকার ষাঁড়েরও ! দিনে দুপুরে ব্যাঙ্কের মধ্যে মানুষের সঙ্গেই নিজের মেজাজে দিব্যি দাঁড়িয়ে রয়েছে একটি ষাঁড়। এমনও কী হতে পারে? ঠিক এই ঘটনাই ঘটেছে উত্তরপ্রদেশের উন্নাও জেলার একটি ব্যাঙ্কে। আর সমাজমাধ্যমে এই ভিডিয়ো আসতেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। কী ঘটেছিল আদপে ?
কী ঘটেছিল ?
উত্তরপ্রদেশের উন্নাও জেলার শাহগঞ্জ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শাখার ঘটনা। বুধবার দুপুরে হঠাৎ করেই সেই ব্যাঙ্কের মধ্যে ঢুকে পড়ে আস্ত একটি ষাঁড়। বাইরে প্রবল ঠান্ডা। আর সেই ঠান্ডা থেকে খানিক রেহাই পেতেই সম্ভবত ব্যাঙ্কের মধ্যে ঢুকে পড়েছিল ষাঁড়টি। আর তাই দেখে প্রথমে বেশ হতচকিত হয়ে যায় ব্যাঙ্কে উপস্থিত গ্রাহকেরা। ভয়ে এবং বিস্ময়ে অনেকেই চিৎকার-চেঁচামেচি করতে থাকেন। ব্যাঙ্কের একটি কাউন্টার থেকে এক কর্মী সকলকে নিরাপদ দূরত্বে সরে আসার জন্য নির্দেশ দিতে থাকেন। তাঁর কথা মত সকলে সরে আসেন। ষাঁড়টি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে একই জায়গায়।
ভিডিয়োতে কী দেখা যাচ্ছে ?
ব্যাঙ্কে উপস্থিত জনৈক ব্যক্তির মোবাইল ফোনে তোলা এই ভিডিয়োতে দেখা যাচ্ছে যে ব্যাঙ্কের নিরাপত্তারক্ষী একটি লাঠি দিয়ে ষাঁড়টিকে তাড়ানোর এবং ব্যাঙ্ক থেকে বের করে দেওয়ার চেষ্টা করছেন। তবে ষাঁড়টি ঢুকে পড়লেও ব্যাঙ্কের সম্পত্তির বা মানুষদের কোনও ক্ষতি করেনি।
মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে এই ভিডিয়োটি। সমাজমাধ্যমে কেউ কেউ এই ভিডিয়ো পোস্ট করে লেখেন, 'SBI ব্যাঙ্কের মধ্যে ঢুকে পড়েছে একটি ষাঁড়, ক্যাশ কাউন্টারে দাঁড়িয়ে আছে। বুল মার্কেটে সে আরও পয়সা চায়।' আবার এই ভিডিয়োটিকে নিয়ে রাজনৈতিক তর্জাও কম হচ্ছে না। সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব এই ভিডিয়ো পোস্ট করে এক্স হ্যান্ডলে লেখেন, 'ষাঁড়ের আর কী দোষ! কেউ হয়ত ওকে বলেছে কানে কানে যে বিজেপি সরকার সবার অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দিচ্ছেন। আর তাই ও ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়েছে!'
গত বছর একইভাবে অসমের ধুবড়ি জেলার একটি শপিং মলের একটি দোকানে ঢুকে পড়েছিল একটি গরু। সেই ভিডিয়োটিও সমাজমাধ্যম জুড়ে বেশ ভাইরাল হয়। সেবারেও পোশাকের দোকানের মালিক নানাভাবে গরুটিকে তাড়ানোর চেষ্টা করছিলেন। দোকানে মহিলা ক্রেতারা নিরাপদ দূরত্বে পালিয়ে গিয়েছিলেন। এবার ব্যাঙ্ক চত্বরে ষাঁড়ের ঢুকে পড়া সেই ঘটনাকে আবার মনে করাল।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)