Bengaluru News: ৫ লক্ষ টাকা ধার শোধ হয়নি ৮ বছরেও ! সেই টাকা ফেরত চাইতেই বচসা, ঋণদাতার উপরে ভয়ঙ্কর প্রতিশোধ
Loan Dispute Case: সেই বাড়িটি জানা গিয়েছে ভেঙ্কটরামানি এবং তাঁর ছেলে সতীশের। অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে যে ব্যক্তি আগুন লাগিয়েছিলেন তাঁর নাম সুব্রামণি এবং তিনি সম্পর্কে ভেঙ্কটরামানির এক আত্মীয় হন।

বেঙ্গালুরু: বেশ কিছু বছর ধরে এই সমস্যা চলছিল, এক আত্মীয় ধার নিয়ে কিছুতেই শোধ দিচ্ছিলেন না। আর সেই ধার শোধ না করার ক্ষোভে ভয়ঙ্কর প্রতিশোধ নিলেন বেঙ্গালুরুর বিবেকনগরের নিবাসী এক ব্যক্তি। সেই আত্মীয়ের বাড়িতে বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেন। বাড়ির ভিতরে সেই আত্মীয় এবং তাঁর পরিবারের সদস্যরাও ছিলেন। ১ জুলাই বিকেল সাড়ে ৫টার সময় এই ঘটনা ঘটেছে বেঙ্গালুরুর বিবেকনগরে, বাড়ির সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে এই ভয়ঙ্কর কাণ্ড।
সেই বাড়িটি জানা গিয়েছে ভেঙ্কটরামানি এবং তাঁর ছেলে সতীশের। অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে যে ব্যক্তি আগুন লাগিয়েছিলেন তাঁর নাম সুব্রামণি এবং তিনি সম্পর্কে ভেঙ্কটরামানির এক আত্মীয় হন। তাদের মধ্যে এই সমস্যা শুরু হয় আজ থেকে ৭-৮ বছর আগে। তখন ভেঙ্কটরামানির থেকে তাঁর আত্মীয় পার্বতী তাঁর মেয়ে মহালক্ষ্মীর বিয়ের জন্য ৫ লক্ষ টাকা ধার নিয়েছিলেন। পরে বহুবার বলা সত্ত্বেও পার্বতী কিছুতেই সেই টাকা শোধ দিচ্ছিলেন না। ৭-৮ বছর ধরেই সেই টাকা অনাদায়ী হয়ে পড়েছিল। আবার নতুন করে এই সমস্যা শুরু হয় একটি পারিবারিক বিবাহ অনুষ্ঠানে এসে। এখানে পার্বতীর সঙ্গে দেখা হতেই ভেঙ্কটরামানি আরও একবার তাঁকে টাকা ফেরত দেওয়ার কথা বলেন। এই ঘটনা থেকেই জানা যাচ্ছে বিবাদ বাধে, বচসা শুরু হয়, অপমান করা এবং হুমকিও দেওয়া হয় দুই তরফেই।
এই বিবাদের পরেই পার্বতীর পরিবার সিদ্ধান্ত নেয় ভেঙ্কটরামানির উপরে চরম প্রতিশোধ নেবেন। ঘটনার দিন ভেঙ্কটরামানির ছেলে সতীশ বাইরে ডোমলুরে কাজ করতে গিয়েছিলেন। তাঁকে ফোন করে তাঁর মা জানান যে তিনি এবং তাঁর ভাই ঘরের ভিতরে আছেন আর বাইরে কেউ একজন এসে মূল দরজা, জুতো রাখার কাপবোর্ড, বেডরুমের জানালায় পেট্রোল ছড়িয়ে দিচ্ছে। তখনও সেই ব্যক্তি আগুন লাগায়নি।
প্রতিবেশিরা এই আগুন লাগার ঘটনা দেখামাত্র ছুটে আসেন এবং আগুন নেভাতে সাহায্য করেন। যারা ভিতরে ছিলেন তাদের সতর্কও করে দেন। কোনও আহতের খবর পাওয়া যায়নি। কিন্তু সেই বাড়ির সামনের দিকটা, জানালাটি সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। সিসিটিভি ফুটেজে পরে দেখা গিয়েছে যে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ সুব্রামানি নামে তাদের সেই আত্মীয় বাড়ির কাছে আসেন এবং পেট্রোলের বোতল থেকে পেট্রোল ছড়াতে থাকেন দরজার সামনে, জুতোর বাক্সে, জানালায়। আর তারপরেই দেশলাই জ্বালিয়ে ছুঁড়ে দেন বাড়ির মেঝেতে। দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। আর আগুন দেখেই প্রতিবেশিরা ছুটে আসেন দ্রুত। এই ঘটনায় সুব্রামানির বিরুদ্ধে ইতিমধ্যেই বিবেকনগর থানায় এফআইআর দায়ের করা হয়েছে, চলছে তদন্ত।






















