Wedding Failure: লোডশেডিংয়ের আজব পরিণতি, অন্ধকারে হবু শ্যালিকাকেই বিয়ে করে ফেললেন বর
Wedding Failure Viral Post: বিয়ের সময়ই হঠাৎ লোডশেডিং হয়ে যায়। সেই সময় চলছিল মাল্যদান পর্ব। এক বোনের বড় তখন ভুল করে অন্ধকারে নিজের শ্যালিকার গলায় মালা পরিয়ে দেন।
কলকাতা: বিদ্যুৎ বিভ্রাটের (Loadshedding) জেরে বদলে গেল কনে (Bride)! অন্ধকারে বউয়ের বোনকেই বিয়ে করে ফেললেন পাত্র। ঘটনাটি ঘটেছে রবিবার। মধ্যপ্রদেশের (Madhyapradesh) উজ্জয়িনীতে। রমেশলালের দুই মেয়ে, নিকিতা এবং করিশ্মার বিয়ে ছিল। দুই মেয়ের বিয়ে একই দিনে হওয়ার কথা ছিল। সেই মতো এসেছিলেন দুই বড়ও। সেখানেই ঘটে এই অঘটন।
ঠিক কী হয়েছে?
বিয়ের সময়ই হঠাৎ লোডশেডিং হয়ে যায়। সেই সময় চলছিল মাল্যদান পর্ব। এক বোনের বড় তখন ভুল করে অন্ধকারে নিজের শ্যালিকার গলায় মালা পরিয়ে দেন। যদিও এই ঘটনায় একটি সমস্যাও দেখা যায় দুই পরিবারের মধ্যে। ফের বিয়ে করতে বলা হয় সমস্যা মেটাতে। বর-কনেকে পরের দিন আবার অনুষ্ঠান করতে বলা হয়।
অন্ধকারে ভুল বরের সঙ্গে বিয়ের অনুষ্ঠান করলেন কনেরা। কনেরা যেহেতু ঘোমটা দিয়ে ছিলেন আর একই পোশাকে পরিহিত ছিলেন বলে তাই ভুল হয়ে গেছিল। বিয়ের পণ্ডিত বরকে এই কনেদের সঙ্গেই পুরো বিয়ে সম্পন্ন করে। বররা যখন তাদের কনেদের বাড়িতে নিয়ে যায় সেই সময় গন্ডোগোলকে চোখে পরে।
আরও পড়ুন , এই ছবিতে তাকিয়ে থাকলে আচমকাই বন্ধ হয় মস্তিষ্কের কাজ?
এদিকে কয়লার ঘাটতির কারণে ভারতের অনেক শহরেই বিদ্যুৎ বিভ্রাট চলছে। ভারতের বেশিরভাগ বিদ্যুৎ খরচ কয়লাভিত্তিক। এপ্রিলের শেষ সপ্তাহে সর্বোচ্চ বিদ্যুতের চাহিদা সর্বকালের সর্বোচ্চ অর্থাৎ ২১০ গিগাওয়াটের বেশি। মে-জুন মাসে চাহিদা ২২০ গিগাওয়াটে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। ফলে দেশের একাধিক এলাকায় চলছে বিদ্যুৎ বিভ্রাট।