Viral Video: ১৫ ঘণ্টারও কম সময়ে ২৮টি ডেলিভারি, যুবকের পকেটে এল মাত্র ৭৬২ টাকা !
Viral News: যুবকের দেওয়া তথ্য অনুসারে ১৫ ঘণ্টার হওয়ার কিছুটা আগেই মোট ২৮টি ডেলিভারি করেছেন তিনি। কিন্তু তার বদলে পেয়েছেন মাত্র ৭৬২ টাকা !

Viral Video: ১৫ ঘণ্টার মধ্যে ২৮টি ডেলিভারি করেছেন যুবক। অথচ তার বিনিময়ে তাঁর পকেটে ঢুকেছে মাত্র ৭৬২ টাকা ! অবিশ্বাস্য মনে হলেও, বাস্তবে এমনটাই হয়েছে। প্রমাণস্বরূপ সেই তথ্য ইনস্টাগ্রামে শেয়ারও করেছেন ওই ডেলিভারি বয়। হালফিলের জনপ্রিয় ডেলিভারি অ্যাপ সংস্থা Blinkit- এর ডেলিভারি এজেন্ট তিনি। যুবকের দেওয়া তথ্য অনুসারে ১৫ ঘণ্টার হওয়ার কিছুটা আগেই মোট ২৮টি ডেলিভারি করেছেন তিনি। কিন্তু তার বদলে পেয়েছেন যে টাকা, তা জনসমক্ষে বলতেও একপ্রকার অস্বস্তি হতে পারে। কারণ টাকার পরিমাণ ঠিক এতটাই কম।
Blinkit, বর্তমানে আমাদের প্রায় সকলের ভরসা। একছাদের তলায় পাওয়া যায় প্রয়োজনীয় সবকিছু। আর সময়ও লাগে খুবই কম। কার্যত চোখের পলক ফেলার মধ্যেই গ্রাহকের দোরগোড়ায় ডেলিভারি আইটেম নিয়ে হাজির হন এজেন্টরা। সাধারণত আমাদের বাড়িতে নিত্য প্রয়োজনীয় যেসমস্ত জিনিস লাগে, তার সবই আজকাল পাওয়া যায় এই Blinkit অ্যাপে। গ্রাহকের জন্য ভীষণ উপকারী এই পরিষেবা। অথচ যাঁরা আমাদের এই পরিষেবা প্রদানের জন্য সারাদিন অক্লান্ত পরিশ্রম করেন, তাঁদের পকেটেই অনেকসময় ঢোকে না পর্যাপ্ত প্রাপ্য। আর সেই চিত্রই এবার সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন Blinkit- এর ডেলিভারি বয়।
দেখে নিন ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া সেই ভিডিও
View this post on Instagram
ইনস্টাগ্রামের ওই ভিডিওতে দেখা গিয়েছে, যুবক একদিন ২৮তম অর্ডার পৌঁছে দেওয়ার পর আয় করেছেন ১৫.৮৩ টাকা। নিজের ফোনে ওই অ্যাপের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন যুবক। সেখানে দেখা গিয়েছে টাকার পরিমাণ, যুবক কতটা দূরত্ব অতিক্রম করেছেন এবং কত সময় নিয়েছেন- সবটাই। সেখানেই দেখা গিয়েছে, ১৫ ঘণ্টারও কম সময়ে ২৮টি অর্ডার ডেলিভারি করে ৭৬২ টাকা পেয়েছেন যুবক। ভিডিওতে যুবককে এও বলতে শোনা গিয়েছে, Blinkit থেকে খুব কম টাকা দিচ্ছে। খানিকটা হতাশ হয়েই তিনি Blinkit- এর ব্যাপারে অভিযোগ করেছেন কম টাকা দেওয়ার ব্যাপারে। শেষ পর্যন্ত যুবককে বলতে শোনা গিয়েছে, সেদিনের মতো বাড়ি যাচ্ছেন। আর কাজ নয়। এবার খাওয়া-দাওয়া সেরে বিশ্রাম নেবেন।






















