Delivery Agent Injured: জিনিস পৌঁছোতে গিয়ে কুকুরের আক্রমণ থেকে বাঁচতে চারতলা থেকে ঝাঁপ! আহত ডেলিভারি এজেন্ট
Pet Dog: আচমকা চারতলা থেকে ঝাঁপ দেওয়ায় বেশ ভালই চোট-আঘাত পেয়েছেন তিনি। ঘটনার পরেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই যুবককে। সেখানে অবশ্য চিকিৎসকরা জানান যে বিপদের কোনও আশঙ্কা নেই।
Delivery Agent Injured: জিনিস পৌঁছে দিতে গিয়ে বিপজ্জনক পরিস্থিতিতে পড়েছিলেন এক ডেলিভারি বয় (Delivery Boy)। গ্রাহকের পোষ্য কুকুরের (Pet Dog) আক্রমণ থেকে বাঁচার জন্য চারতলা থেকে ঝাঁপ দিয়েছিলেন ওই যুবক। হায়দরাবাদে এই ঘটনা ঘটেছে। বহুতলের চারতলা থেকে ঝাঁপ দেওয়ার ফলে আহত হয়েছেন ওই ডেলিভারি বয়। হায়দরাবাদের মনিকোন্ডা অচলের পঞ্চবটী কলোনিতে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, যে গ্রাহকের বাড়িতে এই ডেলিভারি বয় খাবার পৌঁছে দিতে গিয়েছিলেন, সেখানে ছিল একটি ল্যাব্রাডর কুকুর। সম্ভবত যখন ওই যুবক জিনিস নিয়ে পৌঁছেছিলেন তখন কুকুরটি কোথাও বাঁধা ছিল না। ফলে ডেলিভারি বয় দরজায় পৌঁছনোর পরেই তাঁর দিকে তেড়ে আসে কুকুরটি। শুরু করে চিৎকার। কার্যত ডেলিভারি বয়কে ধাওয়া করতে শুরু করে কুকুরটি। তখনই ভয় পেয়ে বিল্ডিংয়ের চারতলা থেকে ঝাঁপ দিয়েছিলেন ওই ডেলিভারি বয়। জানা গিয়েছে, এই যুবক অ্যামাজন সংস্থায় কর্মরত। এভাবে আচমকা চারতলা থেকে ঝাঁপ দেওয়ায় বেশ ভালই চোট-আঘাত পেয়েছেন তিনি। ঘটনার পরেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই যুবককে। সেখানে অবশ্য চিকিৎসকরা জানান যে বিপদের কোনও আশঙ্কা নেই। ইতিমধ্যেই ওই যুবকের বয়ান রেকর্ড করেছে পুলিশ। ওই গ্রাহকের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। এর মধ্যে Telangana Gig and Platform Workers Union (TGPWU) সংগঠনের প্রেসিডেন্ট দাবি তুলেছেন ওই কুকুরের মালিক যেন এই আহত যুবকের চিকিৎসার খরচ বহন করেন।
এর আগেও হায়দরাবাদে এমনই একটি ঘটনা ঘটেছিল। সেক্ষেত্রে মৃত্যু হয়েছিল সুইগি সংস্থার এক ডেলিভারি বয়ের। চলতি বছর জানুয়ারি মাসে বানজারা হিলসের একটি আবাসনে খাবার পৌঁছে দিতে গিয়ে পোষ্য কুকুরের আক্রমণ থেকে বাঁচার জন্য ওই বিল্ডিংয়ের চারতলা থেকে ঝাঁপ দিয়েছিলেন সুইগির ডেলিভারি বয়। চারদি ধরে হাসপাতালে ভর্তি ছিলেন ওই যুবক। গুরতর ভাবে আহত ছিলেন তিনি। শেষ পর্যন্ত মৃত্যু হয় তাঁর। চারমাসের মধ্যে এই নিয়ে হায়দরাবাদে দু'বার কার্যত একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। এবারের ঘটনায় অবশ্য মৃত্যু হয়নি ডেলিভারি বয়ের। বাড়িতে কোনও সংস্থার ডেলিভারি বয় কিছু পৌঁছে দিতে এলে সেই সময় গ্রাহকরা যেন তাঁদের পোষ্য কুকুরদের বেঁধে রাখেন, সেই অনুরোধ জানিয়েছে Telangana Gig and Platform Workers Union (TGPWU) এই সংগঠন।
আরও পড়ুন- প্রচণ্ড গরমেও হবে না সমস্যা, ঘুমানোর ১ ঘণ্টা আগে যদি নেন এই ব্যবস্থা