Viral Video: বুদ্ধিমান হাতির কাণ্ড দেখে অবাক নেটিজেনরা, কী করেছে গজরাজ? দেখুন ভাইরাল ভিডিওতে
Viral: যে ভিডিও ট্যুইটারে ভাইরাল হয়েছে তা শেয়ার করেছেন ভারতীয় বনবিভাগের আধিকারিক প্রবীণ কাসওয়ান। এর আগেও বন্যপ্রাণীদের নানা রকমের আকর্ষণীয় ভিডিও নেট দুনিয়ায় শেয়ার করেছেন এই আইএফএস অফিসার।
Viral Video: প্রবাদে বলা হয়, মানুষ সবচেয়ে বুদ্ধিমান প্রাণী। জীবকুলে মানুষের চেয়ে বেশি বুদ্ধি আর কারও নেই। তবে এবার একটি হাতি (Elephant) নিজের বুদ্ধিমত্তার এমন পরিচয় দিয়েছে যা দেখে অবাক হয়েছেন অনেকেই। ট্যুইটারে ভাইরাল (Viral Video) হওয়া একটি ভিডিওতে গজরাজের কীর্তিকলাপ দেখে চমকে গিয়েছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় পুরনো ভিডিও ভাইরাল হওয়া আজকাল ট্রেন্ড। সেই মতোই ভাইরাল হয়েছে এই ভিডিও। এর আগেও একবার হাতির এই ভিডিও ভাইরাল হয়েছিল নেট মাধ্যমে। এবার ফের ভাইরাল হয়েছে ওই ভিডিও। প্রসঙ্গত উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে হাতিদের নানা ধরনের কাণ্ডকারখানার ভিডিও ভাইরাল হয় মাঝে মাঝেই। আর সেইসব ভিডিও দেখে সত্যিই অবাক হতে হয়। এবার যে ভিডিও ট্যুইটারে ভাইরাল হয়েছে তা শেয়ার করেছেন ভারতীয় বনবিভাগের আধিকারিক প্রবীণ কাসওয়ান। এর আগেও বন্যপ্রাণীদের নানা রকমের আকর্ষণীয় ভিডিও নেট দুনিয়ায় শেয়ার করেছেন এই আইএফএস অফিসার।
বুদ্ধিমান হাতির কাণ্ড দেখুন ভাইরাল ভিডিওতে
We are too smart hooman !! See how this elephant is smartly breaking power fence. With patience. pic.twitter.com/0ZLqWvmxdu
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) December 5, 2022
নতুন ভিডিওতে দেখা গিয়েছে, একটি পূর্ণবয়স্ক হাতি একটি বেড়া ভাঙতে উদ্যত হয়েছে। খুঁতির মধ্যে তার লাগিয়ে তৈরি করা হয়েছে ওই বেড়াজাল। কিন্তু ধৈর্যের সঙ্গে চেষ্টা করে সেই তারের বেড়া ভেঙ্গে ফেলেছে হাতিটি। শুধু ভেঙেই ফেলেনি, একেবারে খুঁটি সমেত উপরে ফেলেছে। প্রথমে পা দিয়ে তারগুলি দুমড়ে মুচড়ে বেরনোর চেষ্টা করেছিল হাতিটি। কিছুক্ষণ সেই চেষ্টার পর গজরাজ বুঝতে পেরেছিল যে এভাবে লাভ হবে না বিশেষ। জানা গিয়েছে, হাতির সামনে থাকা বেড়াটি ঘেরা ছিল ইলেকট্রিক তার দিয়ে। অনুমান হাতিটি যখন সেটা ভাঙতে গিয়েছিল তখন তারের মধ্যে কারেন্টের সরবরাহ করা ছিল। আর সেই সুযোগে একদম খুঁটি থেকে উপরে তারের বেড়াজাল ভেঙে দিয়েছে হাতিটি। সেটা পেরিয়ে শুঁড় দুলিয়ে দিব্যি বেরিয়ে আসতেও দেখা গিয়েছে হাতিটিকে। হাতিটির বুদ্ধি দেখে অবাক হয়েছেন সকলেই।
আরও পড়ুন- ক্রিসমাস ট্রি দেখে দারুণ কৌতূহলী এক বিড়াল, কী কাণ্ড ঘটল তারপর? দেখে নিন ভাইরাল ভিডিও