Viral Video: একটি বাইকে সওয়ার ৭ জন! ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়
Viral News: একই পরিবারের সাতজন সওয়ার হয়েছেন একটি বাইকে। তাদের মধ্যে ছিল চারটি বাচ্চাও।
Viral Video: একটা বাইকে সওয়ার হয়েছেন সাতজন! শুনে বিশ্বাস হচ্ছে না তো? তবে সত্যিই এমনটা হয়েছে। ট্যুইটারে ভাইরালও হয়েছে সেই ভিডিও (Viral Video)। আর তা দেখে কার্যত ‘বাক্যহারা’ হয়ে গিয়েছেন নেটিজেনরা। সম্প্রতি ট্যুইটারে আইএএস অফিসার সুপ্রিয়া সাহু একটি ভিডিও শেয়ার করেছেন। নিমেষে তা ভাইরাল (Viral) হয়েছে। আর সেখানেই দেখা গিয়েছে যে একটা বাইকে সওয়ার হয়েছেন সাতজন। এক ব্যক্তি বাইক চালাচ্ছেন। তাঁর সামনে বসিয়েছেন দু’টি বাচ্চাকে। পিছনে বসেছেন দুই মহিলা। তাঁদের সঙ্গে রয়েছে আরও দু’টি বাচ্চা। একটি বাচ্চাকে কোনওমতে বাইকে ওঠানো হয়েছে। আর একটি বাচ্চাকে কোলে নিয়ে বাইকে চড়ে বসেছেন এক মহিলা। সব মিলিয়ে পরিস্থিতি রীতিমতো ভয়াবহ। কারণ একচুল এদিক-ওদিক হলেই মারাত্মক বিপদ ঘটে যাবে, তা নিশ্চিত। নেটিজেনদের প্রায় সকলেই বলেছেন যে এই ভাইরাল ভিডিও দেখা তাঁরা বুঝতেই পারছেন না যে কী করা উচিত। এভাবে বাচ্চাদের নিরাপত্তা ভুলে যে কেউ এভাবে সফর করতে পারে সেটাই অবিশ্বাস্য লাগছে সকলের কাছে। প্রসঙ্গত উল্লেখ্য, বাইকে সওয়ার কারও মাথাতেই হেলমেট দেখা যায়নি।
Speechless 😶 pic.twitter.com/O86UZTn4at
— Supriya Sahu IAS (@supriyasahuias) August 30, 2022
ট্যুইটারে এই ভিডিওর ভিউ ইতিমধ্যেই ১.২ মিলিয়ন পার হয়ে গিয়েছে। ক্রমশ বাড়ছে ভিউয়ের সংখ্যা। নেটিজেনদের প্রায় সকলেই বলেছেন কীভাবে নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে এবং ট্র্যাফিকের নিয়ম ভেঙ্গে এভাবে কেউ বাইকে সওয়ার হতে পারেন? ভিডিওতে কোনও পুলিশকর্মীকেও দেখা যায়নি। এই ভিডিও কবে, কোথায় তোলা হয়েছে তাও জানা যায়নি। তবে প্রাপ্তবয়স্করা কীভাবে এমন সিদ্ধান্ত নিতে পারেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একটা বড় অংশ। কেন ওই ব্যক্তি এবং দুই মহিলা এভাবে বাচ্চাদের সঙ্গে নিয়ে বাইকে চড়েছেন তা জানা যায়নি। নেটিজেনদের একাংশ বলেছেন, হয়তো যে এলাকায় তাঁরা থাকেন সেখানে পরিবহণের মাধ্যম এতই খারাপ যে পরিস্থিতির শিকার হয়ে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন ওই পরিবার। তবে বেশিরভাগ নেটিজেনই বলেছেন যে, কারণ যাই হোক না কেন এভাবে প্রাণের বাজি রেখে কোনওমতেই সাতজন একটা বাইকে ওঠা উচিত হয়নি।
আরও পড়ুন- অঙ্ক করতে গিয়ে হোঁচট শিক্ষকের, জেলাশাসকের সামনেই বোর্ডে লিখলেন ভুল উত্তর