Horse Rider Food Delivery Agent: ঘোড়সওয়ার ডেলিভারি এজেন্টের খোঁজ দিলে ৫ হাজার টাকা, বলছে সংস্থা
Swiggy Announces Prize Money For Horse Rider: ঘোড়সওয়ার ডেলিভারি পার্টনারের খোঁজে পুরস্কার ঘোষণা করল সুইগি। ডেলিভারি পার্টনারটি সম্পর্কে যিনি প্রথম খোঁজ দিতে পারবেন, তাঁর সুইগি মানি-তে ৫ হাজার টাকা দেওয়া হবে। আশ্বাস সংস্থার।
![Horse Rider Food Delivery Agent: ঘোড়সওয়ার ডেলিভারি এজেন্টের খোঁজ দিলে ৫ হাজার টাকা, বলছে সংস্থা In Search of Horse Rider Delivery Agent Swiggy Announces Prize Horse Rider Food Delivery Agent: ঘোড়সওয়ার ডেলিভারি এজেন্টের খোঁজ দিলে ৫ হাজার টাকা, বলছে সংস্থা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/07/e29407e0396772d5a7842e5592ee1edf1657195075_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: কে তুমি ঘোড়সওয়ার? আপাতত খুঁজছে সুইগি।
ডেলিভারি পার্টনারের খোঁজ
নাহ, কোনও ধাঁধা নয়। এক ডেলিভারি পার্টনারের (delivery partner) খোঁজে এখন কার্যত এমনই বলছে ফুড ডেলিভারি সংস্থা সুইগি (Swiggy)। নাম-ধাম-সাকিন-ঠিকানার হদিস দিলে পুরস্কার হিসেবে ৫ হাজার টাকা সুইগি মানি-তে দেওয়ার আশ্বাসও দিয়েছে সংস্থাটি। কিন্তু নিজেরই ডেলিভারি পার্টনারের খোঁজে কেন হন্যে তারা?
রহস্য লুকিয়ে একটি ভিডিও-য়। দেখা যাচ্ছে, সাইকেল বা মোটরসাইকেল নয়। সুইগি-তে অর্ডার করা খাবার গ্রাহকদের কাছে পৌঁছে দিতে ঘোড়ায় (horse)চড়েছেন (ride) সংস্থার এক ডেলিভারি এজেন্ট। গত কদিন ধরেই ভাইরাল ওই ভিডিও। আপাতত যা জানা গিয়েছে, ডেলিভারি পার্টনারটি মুম্বইয়ের (mumbai)। গত কদিন ধরে ভারী বৃষ্টিতে জলমগ্ন বাণিজ্যনগরীর বিস্তীর্ণ এলাকা। সম্ভবত সেই সমস্যা এড়াতে বাইসাইকেল বা মোটরসাইকেলের বদলে ঘোড়ায় চড়ছেন তিনি।
সুইগি-র আশ্বাস
যে ভাবে শত বাধার মধ্যেও খাবার পৌঁছে দেওয়ার কাজ করছেন সংস্থার কর্মী, তা এর মধ্যেই প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের। কিন্তু কে এই কর্মী? কী তাঁর পরিচয়? খোদ সুইগি-ও তাঁর হদিস পায়নি। নানা ভাবে কর্মীর পরিচয় জানার চেষ্টা ব্যর্থ হওয়ার পর এবার টুইটারে আর্জি জানিয়েছে তারা। লিখিয়েছে, 'গল্পটার মূলে যেতে আপনাদের সাহায্য দরকার। এর মধ্যেই সুইগি জুড়ে এই ঘোড়সওয়ারের খোঁজ শুরু হয়েছে। যিনি প্রথম এই ব্র্যান্ড অ্যাম্বাসাডরের সন্ধানে সাহায্য করতে পারবেন তাঁকে সুইগি মানি-তে ৫ হাজার টাকা (bounty hunt) দেওয়া হবে। ' তবে এর মধ্যেই তাদের তারকা ডেলিভারি পার্টনারের সম্মানার্থে সংস্থার নেভিগেশন হ্যান্ডেল বদলে দিয়েছে তারা। বাইকআরোহীর পরিবর্তে এখন ঘোড়সওয়ারের ছবি রয়েছে সেখানে।
কিন্তু যাঁর জন্য এত কিছু, তিনি কে?পরিচয় জানতে চলছে খোঁজ। যাঁর সন্ধান দিতে পারলে মিলবে পুরস্কার, আশ্বাস দিয়েছে ফুড ডেলিভারি অ্যাপ সংস্থাটি।
আরও পড়ুন:'ভিটামিন এম'-এর সাফল্য নতুনদের মধ্যে আত্মবিশ্বাস জাগালে সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)